ফের ক্রিকেট মাঠে ম.র্মান্তিক দু.র্ঘটনা, হৃ.দরোগে আক্রান্ত হয়ে প্রা.ণ গেল ৩৫ বছরের ইমরানের

0
2

ফের ক্রিকেট মাঠে মর্মান্তিক দুর্ঘটনা। মাঠে প্রাণ গেল ৩৫ বছরের এক ক্রিকেটারের। নাম ইমরান প্যাটেল। জানা যাচ্ছে হৃদরোগে আক্রান্ত হন ইমারান। ঘটনাটি ঘটে পুণেতে। জানা যাচ্ছে, মাঠেই মৃত্যু হয় ইমরানের। হাসপাতালে নিয়ে যাওয়ারও সময় মেলেনি।

জানা গিয়েছে, ক্লাব স্তরের একটি ম্যাচে খেলতে নেমেছিলেন ইমরান। ওপেন করতে নেমে কয়েক ওভার খেলেছিলেন। তার পরেই বুকে ব্যাথা হয় তাঁর। তার পরেই দেখা যায়, অস্বস্তি অনুভব করছেন ইমরান। আম্পায়ারকে তিনি জানান, হাতে এবং বুকে ব্যথা করছে। অবস্থা দেখে আম্পায়ার ইমরানকে মাঠের বাইরে গিয়ে বিশ্রাম নিতে বলেন। কিন্তু মাঠ ছেড়ে বেরনোর সময়ে আচমকাই লুটিয়ে পড়েন ইমরান। সঙ্গে সঙ্গে ক্রিকেটাররা দৌড়ে যান ইমরানের কাছে। তাঁকে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ইমরানকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর কারণ হিসাবে জানানো হয়, আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ইমরানের। যেহেতু ম্যাচটি সরাসরি সম্প্রচার হচ্ছিল, তাই পুরো ঘটনা ধরা পড়েছে ক্যামেরায়।

এই নিয়ে এক সংবাদমাধ্যমকে ইমরানের সতীর্থ নাসির খান বলেন, “এর আগে কখনও অসুস্থ হয়নি ইমরান। যথেষ্ট সুস্থ ছিল ও। ইমরান এমন একজন ক্রিকেটার যে খেলাটাকে প্রচণ্ড ভালবাসে। আমরা এই মৃত্যু মেনে নিতে পারছি না।“

জানা যাচ্ছে, স্ত্রী রয়েছে ইমরানের। রয়েছে তিন মেয়ে।

আরও পড়ুন- আজ লাল-হলুদের সামনে নর্থইস্ট ইউনাইটেড