সাগর দত্ত মেডিক্যাল কলেজের ছয় ডাক্তারি পড়ুয়াকে পরীক্ষায় বসার অনুমতি হাইকোর্টের

0
1

সাগর দত্ত মেডিক্যাল কলেজের ছয় ডাক্তারি পড়ুয়াকে এবার পরীক্ষা বসার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। এমনকী, আদালতের নির্দেশে ক্লাসও করতে পারবেন তারা। শুধুমাত্র হস্টেলে প্রবেশে নিষেধাজ্ঞা থাকল। আরজি কর কাণ্ডে পর আন্দোলনের পাশাপাশি রাজ্যের বিভিন্ন সরকারি কলেজে থ্রেট কালচারের অভিযোগ প্রকাশ্যে এসেছে।বাদ যায়নি সাগর দত্ত মেডিক্যাল কলেজও। থ্রেট কালচারের অভিযোগ ওঠায় ১১ জন পড়ুয়ার কলেজে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল কর্তৃপক্ষ।  এদের মধ্যে ছিলেন এই ৬ ডাক্তারি পড়ুয়া এবং ৫ জন ইন্টার্ন।

কলেজে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করায় এই ছয় ডাক্তারি পড়ুয়ার পরীক্ষায় বসা নিয়ে জটিলতা দেখা দেয়। হাইকোর্টের হস্তক্ষেপ করায় শেষপর্যন্ত জটিলতা কাটল। মাস দুয়েক আগে এই থ্রেট কালচারের অভিযোগের প্রেক্ষিতে কলেজ কাউন্সিলের বৈঠকে সাগর দত্ত মেডিক্যালে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। প্রিন্সিপালের ঘরে রীতিমতো তাণ্ডব চালানো হয়। এরপরই বিষয়টি আজালতে গড়ায়। সবদিক বিবেচনা করে আদালত এই নির্দেশ দিয়েছে।কলেজ কর্তৃপক্ষকে এই ছয় ছাত্রের পরীক্ষায় বসার ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.