চতুর্থবারের জন্য ঝাড়খণ্ডের (Jharkhand) মুখ্যমন্ত্রী হলেন হেমন্ত সোরেন। আর বৃহস্পতিবার, রাঁচিতে সেই শপথ অনুষ্ঠানে জোটবদ্ধ I.N.D.I.A.-র ছবি দেখল দেশ। কেন্দ্রের মোদি সরকারের রাজনৈতিক ষড়যন্ত্রে হারিয়ে ক্ষমতায় ফিরলেন হেমন্ত। মোরাবাদী ময়দানের অনুষ্ঠানে ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), লোকসভার বিরোধীদল নেতা রাহুল গান্ধি (Rahul Gandhi)-সহ জোটের মহারথীরা। হেমেন্তকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল সন্তোষকুমার গাঙ্গোয়ার।
সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে মহারাষ্ট্র, হরিয়ানা- কোথাও সুবিধা করতে পারেন I.N.D.I.A.। এর জন্য কংগ্রেসকেই নিশানা করেছে তৃণমূল-সহ অন্যান্য জোটসঙ্গীরা। মহারাষ্ট্রে মহা বিকাশ আঘাড়ি মহাজুটিকে কংগ্রেস জোর টক্কর দেবে বলে আশা ছিল। কিন্তু উদ্ধব ঠাকরে শিবাসেনাকে সুবিধা দিতে পারেনি হাত শিবির। একমাত্র মুখ রেখেছেন হেমন্ত সোরেন। বারহায়িত বিধানসভা কেন্দ্রে ৩৯৭৯১ জেতেন জেএমএম নেতা। তাঁর শপথগ্রহণের অনুষ্ঠানে মঞ্চে জোটের নক্ষত্ররা। চাঁদের হাটে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও ছিলেন রাহুল গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান, আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল, সাংসদ রাঘব চাড্ডা, সমাজবাদী পার্টি অখিলেশ যাদব, সিপিআইএমএল (লিবারেশন) নেতা দীপঙ্কর ভট্টাচার্য-সহ বিরোধী জোটের শীর্ষ নেতৃত্ব। ছিলেন হেমন্তের বাবা তথা ঝাড়খণ্ডের (Jharkhand) প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেনও।

জমি দুর্নীতি মামলায় আর্থিক তছরুপের মামলায় ৩১ জানুয়ারি গ্রেফতার হন হেমন্ত সোরেন। তার আগেই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন তিনি। জেএমএমের চম্পাই সোরেন মুখ্যমন্ত্রী পদে বসেন। প্রায় পাঁচ মাস জেলে থাকার পর ২৮ জুন ঝাড়খণ্ড হাই কোর্ট জামিন দেয় হেমন্তকে। এর পরই চম্পাই ইস্তফা দিলে মুখ্যমন্ত্রীর কুরসিতে বসেন তিনি। এবার নির্বাচনে জিতে স্বমহিমা মসনদে ফিরলেন হেমন্ত। আর কেন্দ্রে মোদি সরকারের ষড়যন্ত্রকে হারিয়ে তাঁর কামব্যাকে পাশে ছিল I.N.D.I.A.। এদিনের শপথ-মঞ্চে সেই ঐক্যবন্ধ বিজেপি-বিরোধী জোটের ছবিই দেখা গেল।







































































































































