ইডির পর নিয়োগ মামলায় এবার সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চায় সিবিআই। বৃহস্পতিবার বিশেষ আদালতে এই মর্মে আবেদন জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এরপরেই বিচারকের ভর্ৎসনার মুখে পড়ে সিবিআই।
সিবিআই এর আবেদনের প্রেক্ষিতে এদিন বিচারক প্রশ্ন তোলেন, সিবিআই সুজয়কৃষ্ণকে হেফাজতে নিতে এত মরিয়া কেন? পাশাপাশি কেন তাঁকে হাজির করাতে চাইছেন, তা-ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে আদালতের সামনে স্পষ্ট করতে হবে বলেও জমিয়ে দেন বিচারপতি।
এদিকে অসুস্থতার কারণ দেখিয়ে বিশেষ আদালতে বৃহস্পতিবারও আদালতে হাজিরা দেননি সুজয়কৃষ্ণ ভদ্র। এরপরই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উদ্দেশ্যে বিচারক পাল্টা প্রশ্ন করেন, ‘‘আপনারা আজই কেন সুজয়কৃষ্ণকে গ্রেফতার করতে চান? আর উনিই বা দু’দিন ধরে সশরীরে আসতে পারছেন না কেন? ওঁকে যে হাজির করানো যাচ্ছে না, তার কারণ সত্য কি না, তা-ও তো যাচাই করে দেখা উচিত! এর জন্য রিপোর্ট দিতে হবে যে, কেন ওঁকে দু’দিন ধরে হাজির করানো গেল না।’’ এর পর বিচারক শুক্রবার সুজয়কে সশরীরে হাজির করানোর নির্দেশ দেন। পাশাপাশি জেল থেকে সুজয়কৃষ্ণের মেডিক্যাল রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন বিচারক।উল্লেখ্য সুজয়কৃষ্ণের পাশাপাশি সন্তু মুখোপাধ্যায় ও শান্তনু বন্দ্যোপাধ্যায়েরও কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চেয়ে আবেদন জানিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
আরও পড়ুন- প্রতারিতদের টাকা ফেরত দেওয়ার কমিটির চেয়ারম্যান বদল হাইকোর্টের