কলকাতায় নগ্ন ফটোশ্যুটের ফাঁদ! অভিযুক্ত ফটোগ্রাফার অয়নকে তলব পুলিশের

0
2

শহর কলকাতায় ছড়িয়ে রয়েছে প্রতারণার জাল। একটু অসাবধান হলেই বড় ক্ষতির মুখে পড়তে হতে পারে। সেরকমই এক ভয়ংকর অভিজ্ঞতার সাক্ষী হলেন নাবালিকা মডেল। পোর্টফোলিও শ্যুট করার নামে ভুলবশত ফাঁদে পা দিয়ে শ্লীলতাহানির শিকার হতে হল কিশোরীকে। অভিযোগ কলকাতার স্বনামধন্য ফটোগ্রাফার অয়ন দাসের (Ayan Das) বিরুদ্ধে। গল্ফগ্রিন থানায় (Golfgreen Police Station) তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হতেই ফটোগ্রাফারকে ডেকে পাঠিয়েছে পুলিশ।

নাবালিকা অভিযোগ, ফটোগ্রাফার অয়ন বেশ কয়েকদিন ধরেই তাঁকে নগ্ন ছবি তোলার জন্য চাপ দিচ্ছিলেন। তিনি রাজি না হওয়ায় শারীরিকভাবে হেনস্থা করা হয়। উঠতি মডেলকে একাধিকবার পর্ন সাইটে কাজ করার প্রস্তাব দেওয়ার পাশাপাশি বেশ কিছু অশ্লীল ভিডিও পাঠানো হয়েছিল বলে অভিযোগ করেছেন নাবালিকা। এরপর একটি হোর্ডিং শ্যুট করার জন্য ওই মডেলের কাছ থেকে পেমেন্ট নিয়েছিলেন অয়ন। নগ্ন ফটোশুট না করলে সম্পূর্ণ পোর্টফোলিও দেওয়া হবে না বলেও হুমকি দিয়েছিলেন ফটোগ্রাফার। এরপরই তিনি থানায় অভিযোগ দায়ের করেন। অয়ন দাসের মতো ফটোগ্রাফারদের মাধ্যমে কলকাতায় কি সক্রিয় হচ্ছে কোন অসাধুচক্র? তদন্ত শুরু করেছে পুলিশ।