আগামী বছরের গোড়ায় বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। শুক্রবার সম্মেলনের প্রস্তুতি নিয়ে বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওইদিন আলিপুরের অতিথিশালা সৌজন্যে এই বৈঠক হবে। থাকবেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী, ডিজি রাজীব কুমার। থাকবেন রাজ্যের প্রথম সারির সব শিল্পপতিরা। সব বণিকসভার প্রতিনিধিদেরও থাকার কথা। শিল্প দফতর এই বৈঠকের দায়িত্বে থাকলেও সম্মেলনের সঙ্গে যুক্ত সব দফতরের সচিবরাই থাকবেন। ২০২৫ –এর ৫ ও ৬ ফেব্রুয়ারি হতে চলেছে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। এই সম্মেলনে থাকবেন দেশবিদেশের শিল্পপতিরা। থাকবেন ভূটানের রাজা। জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান হবে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে। সম্মেলনের বাকি কর্মসূচী বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গনেই হওয়ার কথা। থাকবে বিশেষ প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
আরও পড়ুন- শেষ উচ্চ প্রাথমিকের প্রথম পর্যায়ের কাউন্সেলিং, অনুপস্থিত ২২০০ চাকরিপ্রার্থী







































































































































