পরকীয়ার জের, যুবকের গলার নলি কেটে খুন পটাশপুরে!

0
1

বাড়ির ভেতর থেকে উদ্ধার ৩৫ বছরের যুবকের গলার নলি কাটা দেহ। পূর্ব মেদিনীপুরের পটাশপুরের (Patashpur East Midnapore) ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে ওই যুবক বাড়িতে খাওয়াদাওয়া শেষে ঘুমিয়ে পড়েন। মধ্যরাতে তাঁর দ্বিতীয় পক্ষের স্ত্রী চিৎকার করে জানান স্বামীকে কেউ খুন করেছেন। প্রতিবেশীদের তরফে পুলিশে খবর দেওয়া হয়। স্থানীয়দের অনুমান পরকীয়া সম্পর্কের কারণেই প্রেমিকের সঙ্গে মিলে যুবককে খুন করেছেন তাঁর স্ত্রী। জিজ্ঞাসাবাদের জন্য মৃতের মা এবং স্ত্রীকে আটক করেছে পুলিশ।

এলাকাবাসী জানিয়েছেন বেশ কয়েক বছর আগে ওই যুবকের প্রথম বিয়ে হয়। স্ত্রীর সঙ্গে বনিবনা না হওয়ায় দুজনেই আলাদা হয়ে যান। এরপর তিনি বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে এক গৃহবধূকে বিয়ে করেন। তাঁর দ্বিতীয় পক্ষের স্ত্রীর সঙ্গে বেশ কয়েকবার অশান্তির খবর পাওয়া গেছে। ব্যক্তিগত শত্রুতার জেরে এই ঘটনা নাকি অন্য কোনও কারণ তা খতিয়ে দেখছে পুলিশ।