সাগর দত্তে চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যু! রেসিডেন্ট ডক্টরের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ WBJDA-এর

0
2

এবার আন্দলনরত জুনিয়র ডাক্তারের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ WBJDA-এর। সাগর দত্ত মেডিক্যাল কলেজের চিকিৎসক শুভম সব্রেওয়ালের গাফিলতিতেই নাবালিকার মৃত্যু হয়েছে বলে অভিযোগ ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার অ্যাসোসিয়েশনের। এর জন্য শুভম সব্রেওয়ালের কঠোর শাস্তির দাবি তুলেছে WBJDA।

গত ৫ নভেম্বর সাগর দত্ত হাসপাতালে সাইকিয়াট্রিক বিভাগের মহিলা ওয়ার্ডে ভর্তি হয় ১৬ বছরের রিম্পা পাল। কিন্তু WBJDA-এর অভিযোগ, ওই বিভাগের চিকিৎসক হওয়া সত্ত্বেও তিনি রোগী দেখা দূরস্ত হাসপাতালেও ছিলেন না। শেষে নাবালিকার মৃত্যু ঘটে। এই ঘটনায় শুভমের বিরুদ্ধে কর্তব্যের গাফিলতির অভিযোগ তুলেছেন জুনিয়র অ্যাসোসিয়েশনের সদস্যরা। তাঁদের অভিযোগ, সেদিন হাসপাতালে উপস্থিত না থাকা এবং রোগীর চিকিৎসা না করার জন্য সাগর দত্ত মেডিক্যাল কলেজের সাইকিয়াট্রিক বিভাগের প্রধান প্রফেসর ডাঃ কাবেরী ভট্টাচার্য শুভমকে শোকজ করেছিলেন। দায়িত্বজ্ঞানহীন কাজের জবাব দিহি করেন তিনি। ওই নোটিশই শুভমের অপরাধের প্রমাণ বলে জানান WBJDA-র সদস্যরা। শোকজের চিঠিও দেন তাঁরা।

WBJDA-এর অভিযোগ, ডাঃ শুভমের গাফিলতির ফলেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। এই প্রসঙ্গে ডক্টরস অ্যাসোসিয়েশন আক্রমণ করেছে জুনিয়র ডক্টরস ফ্রন্টকেও। WBJDA কথায়, সাগর দত্তর এই সিনিয়র রেসিডেন্ট ডাক্তার ডক্টরস ফ্রন্টের প্রথম সারির নেতা! পাশাপাশি সাগর দত্ত মেডিক্যাল কলেজের রেসিডেন্ট ডক্টরসদের লিগ্যাল এডভাইজারও। তাঁর বিরুদ্ধে বেআইনি প্রাইভেট প্র্যাকটিস করার অভিযোগ তুলেছে ডক্টরস অ্যাসোসিয়েশন।