মৃতদেহ নিয়ে শকুনের রাজনীতি করছে বিজেপি। এভাবেই বিজেপিকে তুলোধোনা করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, এরা শোকাতুর বাবা-মাকেও ছাড়ে না। তাদেরকে ভুল বুঝিয়ে নিজেদের ছবি তোলার কাজে লাগানোর জন্য এত আয়োজন। হাথরাসের ঘটনার সময় কোথায় ছিল, বিজেপি উন্নাওয়ের সময় কোথায় ছিল প্রশ্ন কুণালের।
তার অভিযোগ, বিজেপি আগে জুনিয়র ডাক্তারদের মদত দিচ্ছিল। নিজেদের পার্টি অফিসে শেল্টার দিয়েছিল। তারপর যখন দেখলো জনমত তাদের বিপক্ষে, এখন অভয়ার মা-বাবাকে ভুল বুঝিয়ে রাজনীতি করছে। শোকাতুর বাবা-মাকে বিধানসভায় এনে ছবি তোলার রাজনীতি করছে। এভাবে তো টিকে থাকতে পারবে না। বাংলার মানুষ এই সরকারের উন্নয়নের যে জোয়ার, তার স্বাদ জানে।
নতুন করে এই শকুনের রাজনীতি মানুষ বুঝতে পারে। তাই উপ নির্বাচনেও ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে।