দ্বিতীয় টেস্টের আগেই দেশে ফিরছেন টিম ইন্ডিয়ার কোচ গৌতম গম্ভীর : সূত্র

0
1

৬ ডিসেম্বর ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট। অ্যাডিলেডে হবে দিন-রাতের টেস্ট। এই টেস্টের আগেই দেশে ফিরছেন টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর। সূত্রের খবর, ব্যক্তিগত কারণে দেশে ফিরছেন গম্ভীর। ইতিমধ্যে পাঁচ টেস্টের মধ্যে প্রথম টেস্ট পারথে অজিদের বিরুদ্ধে দাপুটে জয় পায় টিম ইন্ডিয়া।

দ্বিতীয় টেস্ট খেলতে ইতিমধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ৬ ডিসেম্বর অ্যাডিলেডে দ্বিতীয় টেস্ট ম্যাচ। তবে তার আগে বুধবারই ক্যানবেরায় যাচ্ছে দল। সেখানে অনুশীলন ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। আর সুত্রের খবর , ক্যানবেরায় দলের সঙ্গে যাচ্ছেন না গম্ভীর। বিসিসিআইয়ের একটি সূত্র এক সংবাদমাধ্যমকে জানান, “ ব্যাক্তিগত কারণে দেশে ফিরছেন গম্ভীর। ওর পরিবারের কেউ অসুস্থ মনে হয়। গম্ভীর গোলাপি বলের টেস্টের ৩ দিন আগে, অর্থাৎ ৩ ডিসেম্বর অস্ট্রেলিয়ায় দলের সঙ্গে যোগ দেবে। ”

এদিকে দ্বিতীয় টেস্টে দলে ফিরছেন অধিনায়ক রোহিত শর্মা। তিনি প্রথম টেস্টে খেলেননি। তবে ইতিমধ্যেই অস্ট্রেলিয়া পৌঁছে গিয়েছেন রোহিত। সোমবারই গোলাপি বলে অনুশীলনও করছেন তিনি। রোহিতকে পার্‌থে সাজঘরেও দেখা গিয়েছে। প্রথম টেস্টে রোহিত না থাকায় কে এল রাহুল ওপেন করেছিলেন। সঙ্গে ছিলেন যশস্বী জসওয়াল।

আরও পড়ুন- দিল্লির নেতৃত্বের দায়িত্বে কি রাহুল ? মুখ খুলল DC কর্তৃপক্ষ