দুর্ভাগ্যজনক! চিন্ময় প্রভুর গ্রেফতারিতে প্রতিক্রিয়া দিল্লির বিদেশমন্ত্রকের

0
1

বাংলাদেশের সনাতন আন্দোলনকারীদের মৌলিক অধিকারের (basic rights) দাবিতে আন্দোলনের নেতৃত্ব দেওয়া ধর্মগুরুকে গ্রেফতারির নিন্দা ভারতের বিদেশ মন্ত্রকের (MEA)। নাম না করে যেভাবে ও যে পরিস্থিতিতে তাঁকে গ্রেফতার করা হয়েছে তার নিন্দা করা হয় মন্ত্রকের তরফে। সেই সঙ্গে বাংলাদেশে (Bangladesh) হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের বাক-স্বাধীনতা ও শান্তিপূর্ণ বিক্ষোভ দেখানোর দাবির সমর্থনে সরব ভারত। ইসকনের (ISKCON) সন্ন্যাসী চিন্ময় প্রভুর (Chinmay Prabhu) গ্রেফতারির পর ভারতের বিভিন্ন বিশ্বের বিভিন্ন মহল থেকে বাংলাদেশের এই পদক্ষেপের নিন্দা করা হয়েছে। এবার এই ইস্যুতে যে দুই প্রতিবেশী দেশের সম্পর্কে প্রভাব পড়তে চলেছে, স্পষ্ট করল এস জয়শঙ্করের (S Jaishankar) মন্ত্রক।

সোমবার গ্রেফতার হন ইসকনের সন্ন্যাসী তথা বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বী মানুষদের অধিকারের দাবিতে সরব হওয়া নেতা চিন্ময় প্রভু। গ্রেফতারির পরে আন্দোলনে নামেন তাঁর অনুগামী থেকে প্রতিবেশী দেশের হিন্দু সম্প্রদায়ের মানুষ। এই গ্রেফতারিতে দিল্লির বিদেশমন্ত্রকের (MEA) প্রতিক্রিয়া, “আমরা গভীর উদ্বেগের সঙ্গে শ্রী চিন্ময় কৃষ্ণ দাসের (Chinmay Das Prabhu) গ্রেফতারি ও জামিন না পাওয়ার বিষয়টির উপর লক্ষ্য রেখেছি। তিনি বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্রও (spokesperson) ছিলেন। বাংলাদেশে হিন্দু ও অন্য়ান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপর মৌলবাদীদের হামলার পরেই এই ঘটনা ঘটল। অসংখ্য প্রমাণ সহ উদাহরণ রয়েছে সংখ্য়ালঘুদের বাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা ও লুটপাঠ চালানোর এবং মূর্তি ও মন্দিরে চুরি ও অপবিত্র করার ঘটনাও রয়েছে।

ভারতের তরফ থেকে মৌলবাদী হামলাকারীদের গ্রেফতার না করে শান্তিপূর্ণ আন্দোলন চালানো ধর্মীয় নেতার গ্রেফতারির নিন্দা করে বলা হয়েছে, “এটা দুর্ভাগ্যজনক যে হামলাকারীরা মুক্ত ঘুরে বেড়াচ্ছে, আর ন্যায্য দাবি নিয়ে শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যে দাবি জানানো ধর্মীয় নেতার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হল। সেই সঙ্গে আমরা এই বিষয়টিতেও লক্ষ্য রেখেছিল যেখানে গ্রেফতারির দাবি আন্দোলনে নামা সংখ্যালঘু মানুষের উপর হামলা চালানোর ঘটনায়।”

এরপরেও ভারতের পক্ষ থেকে আবেদন করা হয়, “বাংলাদেশ প্রশাসনের কাছে আমাদের আবেদন সেখানকার হিন্দু ও সংখ্যালঘু মানুষের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করুন। সেই সঙ্গে তাঁদের বাক-স্বাধীনতা, জমায়েতের অধিকার ও ভাবপ্রকাশের অধিকার রক্ষা করা হয়।”