হয়ে গিয়েছে নিলাম। দল গুছিয়ে নিয়েছে ১০ ফ্রাঞ্চাইজি টিম। রদবদল হয়ে বহু ক্রিকেটারের। সেরকমই লখনৌ সুপার জায়ান্ট এখন অতীত কে এল রাহুলের কাছে। নতুন দল দিল্লি ক্যাপিটালস। মেগা নিলামে দিল্লি ১৪ কোটি টাকায় রাহুলকে কিনেছে। এরপরই প্রশ্ন উঠছে তবে কি দিল্লি তাদের নেতা পেয়েগিয়েছে? এই নিয়ে এবার মুখ খুললেন দিল্লি দলের অন্যতম কর্ণধার পার্থ জিন্দল । ধোঁয়াশা রাখলেন দলের নেতৃত্ব নিয়ে।
এই নিয়ে নিলামের মাঝে সম্প্রচারকারী চ্যানেলে বলেন, “ আমাদের ব্যাটিং লাইনআপ বেশ তরুণ। সঙ্গে লোকেশ রাহুল এবং অক্ষর প্যাটেলের মতো ক্রিকেটার রয়েছে। ওরা দু’জন আমাদের তরুণদের নেতৃত্ব দেবে। নতুনদের পরামর্শ দিতে পারবেন দু’জন মিলে। রাহুলের ব্যাটিং অভিজ্ঞতা এবং দক্ষতা আমাদের বাড়তি পাওনা।“ এরপর তিনি আরও বলেন, “ আমরা দলের টপ অর্ডারে স্থিতিশীলতা চেয়েছিলাম। একজন অভিজ্ঞ কাউকে চেয়েছিলাম, যে ইনিংস তৈরি করতে পারে। মনে হয় রাহুল এই কাজটা ভাল ভাবেই করতে পারে। অত্যন্ত অভিজ্ঞ। ধারাবাহিক ভাবে প্রতি আইপিএলে ৪০০-র বেশি রান করে। কোটলার পিচও ওর ব্যাটিংয়ের জন্য মানানসই হবে বলে মনে হয়।“
দিল্লি দলে গত আইপিএল-এ নেতৃত্ব দিয়েছেন ঋষভ পন্থ। তবে এবার রিটেশন করেনি দিল্লি। তবে ২০২৫ আইপিএল মেগা নিলামে ঝড় তুলেছেন পন্থ। ২৭ কোটি টাকায় পন্থকে ঘরে তুলেছে লখনৌ ।
আরও পড়ুন- কে হবেন কেকেআরের অধিনায়ক ? মুখ খুললেন নাইট সিইও