নাটক থেকে সিনেমার রূপান্তর টলিউডের (Tollywood) চেনা ছবি। চলতি বছরেই উইলিয়াম শেক্সপিয়রের নানা সৃষ্টি নিয়ে এক্সপেরিমেন্ট হয়েছে। এবার ব্রাত্য বসুর (Bratya Basu) নাটক নিয়ে নিজের সৃজনশীল ভাবনার পরিচয় দিতে চলেছেন জাতীয় পুরস্কার প্রাপ্য পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji)। ব্রাত্য বসুর লেখা ‘উইঙ্কল টুইঙ্কল’-এর পোস্টার প্রকাশ্যে। কী বলছেন নাট্যকার? তাঁর কলমের বার্তা বড়পর্দায় পৌছে দিতে পারবেন ‘টেক্কা’ পরিচালক? আশাবাদী শিক্ষামন্ত্রী।
নাটকটি মঞ্চস্থ হয়েছিল ২০০২ সালে। পরিচালনায় আরেক নাট্য ব্যক্তিত্ব দেবেশ চট্টোপাধ্যায় (Debesh Chatterjee)। জনপ্রিয় নাটকটিতে ১৯৭৬ সালে রাজনৈতিক বন্দি সব্যসাচী নামে এক চরিত্রের কথা আসে। ব্রাত্য বলছেন, “মঞ্চের কথা ভেবেই এই নাটক লেখা হয়েছে। কিন্তু সৃজিতের উপরে আমার ভরসা আছে। ও নিজের প্রতিভাগুণে ‘উইঙ্কল টুইঙ্কল’কে স্বকীয় চলচ্চিত্র ভাষা দিতে পারবে।’’ নাট্যকার – অভিনেতা দেবেশও (Debesh Chatterjee) ‘দশম অবতার’ পরিচালকের প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন। তাঁর মতে, সারা পৃথিবী জুড়েই নাটক থেকে সিনেমা এবং বিভিন্ন ধরনের কাজ হয়েছে। শিল্পের বিকাশের জন্য এটা গুরুত্বপূর্ণ। সোমবার নির্মাতারা ছবিটির পোস্টার প্রকাশ করেছেন। ইন্ডাস্ট্রির গুঞ্জন, ছবিতে দুই মুখ্য চরিত্রে অভিনয় করছেন ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty)এবং পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। পোস্টারে অবশ্য অভিনেতাদের মুখ প্রকাশ্যে আসেনি। তবে লেনিনের মূর্তি, কাস্তে, হাতুড়ি, তারা চিহ্ন দেখা গেছে। নির্মাতারা এর মধ্যে বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে রাজনীতি খুঁজতে নারাজ। জানুয়ারি থেকে শুরু শুটিং। টলিউড বলছে আরও এক মাস্টারপিস তৈরি করতে চলেছেন সৃজিত মুখোপাধ্যায়।