তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কন্যার উদ্দেশে কুরুচিকর মন্তব্য মামলায় কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) CBI তদন্তের নির্দেশ খারিজ করে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। সোমবার শুনানিতে শীর্ষ আদালত জানায়, ধৃত ২ মহিলাকে পুলিশের মারধরের অভিযোগের তদন্ত করবে রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল (SIT)। কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতিকে একটি বেঞ্চ গঠনের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই বেঞ্চের নজরদারিতে চলবে তদন্ত।
আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিল থেকে অভিষেক-কন্যার বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ ওঠে। ঘটনায় দুই মহিলাকে গ্রেফতার করা হয়। পুলিশ হেফাজতে তাঁদের মরধর করা হয়েছে বলে অভিযোগ ওঠে। সেই মামলায় কলকাতা হাই কোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেয়। তার উপর আগেই স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। এদিন নির্দেশ খারিজ করে দেয় সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভুয়ানের বেঞ্চ। আইনজীবীর উদ্দেশে বিচারপতি কান্ত প্রশ্ন তোলেন, “ইনস্পেক্টর এবং সাব ইনস্পেক্টরের বিরুদ্ধে অভিযোগ। আপনি কি মনে করেন পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাঁদের বিরুদ্ধে তদন্ত করতে পারবেন না? এই ধরনের অপরাধে কোনও আইপিএস তদন্ত করতে পারবেন না বলে মনে করছেন কেন?“ বিচারপতির আরও প্রশ্ন “পশ্চিমবঙ্গ ক্যাডারের আইপিএস অফিসারেরা নিরপেক্ষ তদন্ত করতে পারবেন না, এটা প্রথমেই কেন মনে করে নেওয়া হচ্ছে? রাজ্যের অফিসারদেরও সুযোগ দেওয়া হোক। রাজ্যের পুলিশ কি এই তদন্ত করতে পারত না?“ বিচারপতির মতে, সিবিআইর হাতে তো আরও মামলা রয়েছে। এতে তো আইপিএসদের মনে হবে, সামান্য তদন্তও তারা করতে পারছেন না!
আইপিএস অফিসার আকাশ মাঘারিয়ার নেতৃত্বে সিট গঠন করেছে আদালত। তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে সেই বিশেষ তদন্তকারী দলের। দুই অভিযোগকারিণীকে পর্যাপ্ত নিরাপত্তা দিতে হবে।
অভিষেক-কন্যার বিরুদ্ধে কুকথা বলা ও হুমকি দেওয়া নিয়ে তোলপাড় হয়েছিল রাজ্য-রাজনীতি। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়। মামলাটি প্রথমে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে যায়। পরবর্তীতে ডিভিশন বেঞ্চে গেলে হেফাজতে অত্যাচারের অভিযোগের ভিত্তিতে CBI তদন্তের নির্দেশ দেয়। এর বিরুদ্ধে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে (Supreme Court) আবেদন জানায়। সেই মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের সিবিআই তদন্তের রায় খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট।