মঙ্গলবার বিধানসভায় সংবিধান দিবসের প্রস্তাব পেশ! বুধে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী

0
3

আগামিকাল অর্থাৎ সংবিধান দিবস উপলক্ষে রাজ্য বিধানসভায় এক প্রস্তাব আনা হবে। সেই প্রস্তাবের উপর বুধবার আলোচনা সভায় অংশ নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় বক্তব্য রাখবেন সংবিধান দিবস উপলক্ষে। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, দেশে নানাভাবে সংবিধান লঙ্ঘনের ঘটনা ঘটছে। সেই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মঙ্গল ও বুধবার দু’দিন ধরে বিধানসভায় ওই প্রস্তাবের ওপর আলোচনা হবে। বিধানসভার সব সদস্যঙকে সংবিধান দিবসের আলোচনায় অংশগ্রহণ করতে অনুরোধ করেছেন অধ্যক্ষ।

মঙ্গলবার সংবিধান দিবস। ১৯৪৯ সালের ২৬ নভেম্বর ভারতীয় সংবিধান গণপরিষদে গৃহীত হয়েছিল। সেই স্মরণে প্রতিবছর দিনটি সংবিধান দিবস হিসেবে পালন করা হয়। বিধানসভায় এই মর্মে দু’দিনের আলোচনা হবে। বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় দিনের আলোচনায় অংশ নেবেন। এছাড়া শোভনদেব চট্টোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, নির্মল ঘোষের মতো সরকার পক্ষের প্রবীণ সদস্যরাও সংবিধান দিবসের এই বিশেষ আলোচনায় অংশ নেবেন বলে বিধানসভা সূত্রের খবর।

আরও পড়ুন- নয়া ৬ বিধায়কের দ্রুত শপথের অনুরোধ, রাজ্যপালকে চিঠি দিচ্ছেন অধ্যক্ষ