আজ থেকে জাড্ডায় শুরু হয়েছে ২০২৫ আইপিএল মেগা নিলাম। আগামিকালও চলবে এই মেগা অকশন। তবে প্রথম দিনই বাজিমাত ভারতীয় ক্রিকেটারদের রেকর্ড অর্থে দাম পেলেন ঋষভ পন্থ, শ্রেয়স আইয়র। দাম পেলে যুজবেন্দ্র চ্যাহালও। ২৭ কোটি টাকায় ঋষভ পন্থকে দলে নেয় সঞ্জীব গোয়েঙ্কার দল লখনৌ সুপার জায়ান্ট। ২৬ কোটি ৭৫ লক্ষ্য টাকায় শ্রেয়সকে পঞ্জাব কিংস।
এদিন দুপুর ঠেকে শুরু হয় ২০২৫ আইপিএল মেগা নিলামের আসর। প্রথমে নিলামের টেবিলে ঝড় কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন অধিনায়ক শ্রেয়স আইয়রকে নিয়ে। নিলামে ন্যূনতম ২ কোটি টাকা দাম ছিল শ্রেয়সের। প্রথমেই তাঁর জন্য দর হাঁকে কেকেআর।এরপর কেকেআরের সঙ্গে লড়াইয়ে আসে পঞ্জাব কিংস। শ্রেয়সের দাম সাড়ে সাত কোটি ওঠার পরই এই নিলামে যোগ দেয় দিল্লিও। শ্রেয়সের দর ১০ কোটিতে পৌঁছে যাওয়ার পরে সরে যায় কেকেআর। সেখান থেকে চলে শুধুই দিল্লি এবং পঞ্জাবের লড়াই। কেউ কাউকে এক ইঞ্চি জায়গা ছাড়তে রাজি হল না। প্রতি মুহূর্তে বাড়তে থাকে শ্রেয়সের দাম। শেষমেশ ২৬.৭৫ কোটি টাকায় শ্রেয়সকে নেয় দিল্লি।
মনে করা হচ্ছিল শ্রেয়সই আইপিএল-এ সবচেয়ে দামি ক্রিকেটার। তবে ঠিক কিছুক্ষণ পরই নিলামের টেবিলে ঝড় তোলেন ঋষভ পন্থ। শ্রেয়সকে টপকে এই মুহূর্তে তিনি আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার। পন্থকে লখনৌ কিনে নেয় ২৭ কোটি টাকায়। পন্থকে নেওয়ার জন্য শুরু থেকেই ঝাঁপিয়েছিল লখনৌ । তাদের সঙ্গে লড়াইয়ে ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু পন্থের দাম ১০ কোটি ছাড়াতেই পিছিয়ে যায় আরসিবি। এর পর লখনৌ-এর সঙ্গে দর হাঁকতে শুরু করে সানরাইজার্স হায়দরাবাদ। এরপর পন্থকে আরটিএম কার্ডের মাধ্যমে নেওয়ার চেষ্টা করেছিল দিল্লি ক্যাপিটালস। কিন্তু পন্থের জন্য ঝাঁপিয়ে থাকে লখনৌ। শেষমেশ ২৭ কোটি টাকায় ভারতীয় উইকেটরক্ষক ব্যাটারকে নেয় সঞ্জীব গোয়েঙ্কার দল।
এদিকে নিলামের টেবিলে ঝড় তোলেন যুজবেন্দ্র চ্যাহালও। ১৮ কোটি টাকায় পঞ্জাব কিংস কেনে তাঁকে। এদিকে ১০ কোটি টাকায় মহম্মদ শামিকে কেনে সানরাইজার্স হায়দরাবাদ।
আরও পড়ুন- তৃতীয় দিনে ব্যাট হাতে দাপট বিরাট-যশস্বীর, অজিদের জয়ের জন্য দরকার ৫২২ রান