ট্যাব কেলেঙ্কারি থেকে শিক্ষা নিয়ে আবাস যোজনার টাকা ছাড়ার আগে বিশেষ সতর্কতা মূলক ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার। আগামী ১৫ই ডিসেম্বর থেকে ‘বাংলার বাড়ি’ প্রকল্পের ন্যায্য প্রাপকদের অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু করবে রাজ্য। তার আগে প্রাপকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি যাচাই করে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। জানা গিয়েছে, ন্যায্য প্রাপকদের সকল তথ্য সম্মিলিত করার আগেই চূড়ান্ত সতর্কতা সহকারে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি জেলা প্রশাসনকে। কোনও উপভোক্তার আসল ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং তালিকায় নামের সঙ্গে থাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বরে কোনও অমিল রয়েছে কিনা তাও যাচাই করে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কোনও অমিল পাওয়া গেলে টাকা ছাড়ার চূড়ান্ত ডেটাবেস তৈরির আগে তা ঠিক করে ফেলতে হবে জেলা প্রশাসনকে।
সম্প্রতি যে হারে ব্যাঙ্ক জালিয়াতি ঘটছে তাতে করে এই বাড়তি সতর্কতা নেওয়ার প্রয়োজন ছিল বলেই মনে করছেন প্রশাসনিক শীর্ষকর্তারা। ট্যাব কাণ্ডের পরই মূলত টাকা জালিয়াতির বিষয়টি নিয়ে সচেতন হয়ে ওঠে রাজ্য প্রশাসন। যদিও রাজ্য পুলিশ এবং সাইবার কর্তাদের তৎপরতায় ইতিমধ্যেই ট্যাব কাণ্ডের কয়েক ডজন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছেন, বাংলার বাড়ির প্রকল্পের আওতাধীন কোনও প্রাপক যাতে নিজের প্রাপ্য অর্থ থেকে বঞ্চিত না হন সেই কারণেই এই বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে। এছাড়াও চূড়ান্ত তালিকা তৈরির সময় ডেটা এন্ট্রির ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে, যাতে কোনও উপভোক্তার নাম, আইডি, মোবাইল নম্বর এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরে গরমিল না ধরা পড়ে। এর ফলে প্রাপকদের অর্থপ্রাপ্তির পথ আরও সহজ হবে বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুন- মোদিরাজ্যে কিশোরকে যৌন নিগ্রহ করে খুন! অভিযুক্ত দাদা