দেগঙ্গায় ‘দয়ালু’ ডাকাত! মহিলাকে ‘মা’ বলে ডেকে পরপর দুটি বাড়িতে চলল ডাকাতি। সোনাদানা, টাকাপয়সা মিলিয়ে দুটি বাড়ি থেকে প্রায়ই ৬০ লক্ষ টাকার উপরে সোনার গয়না ও নগদ টাকা নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ।

জানা গিয়েছে, ডাকাতি করতে এসে ডাকাত বাড়ির মালকিনকে বলে, ” মা ভয়ের কোনও কারণ নেই, আমরা আপনার সন্তানের মতো, আমাদের সেই চোখেই দেখুন।” চপকলাপোল এলাকার বাসিন্দা মৃদুল চৌধুরী ও তরুণ তপন দেব দুইজনের দোতলা বাড়ি। স্থানীয়রা জানিয়েছেন, সন্ধে ৬টা নাগাদ হানা দেয় ডাকাতদল। অভিযোগ, ৫-৬ জন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র দেখিয়ে বাড়ির বাসিন্দাদের বেঁধে রেখে অবাধে লুঠপাট চালায়। দুটি বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদেরকে একটি ঘরের মধ্যে ঢুকিয়ে বেঁধে ফেলে। মুখে মাস্ক পরা অবস্থায় ছিল ডাকাতের দল। খবর পেয়ে এলাকায় যায় দেগঙ্গা ও হাবড়া থানার পুলিশ। দুষ্কৃতীদের খোঁজ চলছে। ভরসন্ধেয় জনবহুল এলাকায় এভাবে পরপর দুটি বাড়িতে ডাকাতির ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
আরও পড়ুন- আরও সতর্ক রাজ্য! এবার বাংলার বাড়ি’ প্রকল্পের প্রাপকদের অ্যাকাউন্ট যাচাইয়ের সিদ্ধান্ত রাজ্যের





































































































































