প্রেমিকা অন্তঃসত্ত্বা, অপরাধ ঢাকতে খুন করে পুঁতে দিল প্রেমিক ! চাঞ্চল্য নদিয়ায়

0
1

আত্মীয়, বন্ধুবান্ধবের বাড়িতে খোঁজাখুঁজি করেও হদিশ মেলেনি।গত চার দিন ধরে নিখোঁজ ছিল নাবালিকা। পুলিশের অভিযোগ দায়ের করা হয়েছিল । রবিবার একটি জায়গায় মাটি খুঁড়ে ১৭ বছরের মেয়েটির দেহ উদ্ধার করল পুলিশ। এ নিয়ে চাঞ্চল্য নদিয়ার ভীমপুর থানা এলাকায়। খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে মৃতার প্রেমিককে।

মৃতার পরিবারের অভিযোগ, অন্তঃসত্ত্বা ছিল ওই নাবালিকা। বিয়ের জন্য চাপ দেওয়ায় প্রেমিক তাকে খুন করেছেন।স্থানীয়রা জানিয়েছেন, মৃতা এবং ধৃতের বাড়ি ভীমপুর থানা এলাকাতেই। জানা গিয়েছে, পেশায় রাজমিস্ত্রি বছর চব্বিশের যুবকের সঙ্গে ১৭ বছরের মেয়েটির প্রেমের সম্পর্ক ছিল। চলতি মাসের ২১ তারিখ থেকে নিখোঁজ ছিল মেয়ে। পুলিশ নাবালিকার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার পর মেয়েটির প্রেমিকের খোঁজ পান। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ওই যুবককে আটক করে পুলিশ। টানা জিজ্ঞাসাবাদের পর ভেঙে পড়ে ওই যুবক ।‌
জানা গিয়েছে, অভিযুক্ত স্বীকার করে নিয়েছেন যে, প্রেমিকাকে খুন করে একটি জায়গায় পুঁতে দিয়েছেন তিনি। এর পর সংশ্লিষ্ট জায়গায় গিয়ে খোঁড়াখুঁড়ি করে দেহ পায় পুলিশ।

তদন্তকারীরা জানিয়েছেন, সম্প্রতি প্রেমিককে বিয়ের জন্য চাপ দিচ্ছিল ওই নাবালিকা। কিন্তু এখনই বিয়ে করতে রাজি হননি যুবক। অন্য দিকে, পরিবারের দাবি, প্রেমিককে মেয়েটি জানিয়েছিল সে অন্তঃসত্ত্বা। তখন তাকে গর্ভপাত করানোর জন্য চাপ দেন প্রেমিক। কিন্তু সন্তান নষ্ট করতে রাজি হয়নি ১৭ বছরের নাবালিকা। এরপর এই মেয়েটিকে খুনের চক্রান্ত করে প্রেমিক। তারপর তাকে মেরে পুঁতে দেওয়া হয়।কৃষ্ণনগর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জয় মিত কুমার মাকোয়ান বলেন, ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। তরুণীর দেহ উদ্ধার হয়েছে। ময়নাতদন্তে পাঠানো হবে।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.
11.