আরজি কর হাসপাতালের (RG Kar Medical College & Hospital) চিকিৎসক খুনের মূল অভিযুক্ত সঞ্জয় রাইকে (Sanjay Rai)আর সশরীরে আদালতে হাজিরা দিতে হবে না। নিরাপত্তার কথা মাথায় রেখে আগামী সোমবার থেকে তাঁর ভার্চুয়াল শুনানির ব্যবস্থা করা হচ্ছে বলে খবর। ইতিমধ্যেই প্রেসিডেন্সি জেলে প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করা হচ্ছে বলে খবর মিলেছে। অভিযুক্তের নিরাপত্তা সুনিশ্চিত করতে আদালতে ভার্চুয়াল শুনানির আবেদন জানিয়েছিল রাজ্য সরকার (Government of West Bengal)। এবার সেই আবেদনে সিলমোহর দিয়ে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয়কে জেলে বসে শুনানিতে অংশগ্রহণ করার নির্দেশ দিল শিয়ালদহ আদালত (Sealdah Government)।

সিবিআই (CBI) চার্জশিটে সঞ্জয়ের নাম জমা পড়ার পর ট্রায়াল শুরু হয়েছে। গত ইতিমধ্যেই অভিযুক্তকে বেশ কয়েকবার সশরীরে আদালতে হাজির করানো হয়েছে। কিন্তু এটা করতে গিয়ে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করতে হচ্ছে । সকাল থেকে সন্ধে পর্যন্ত পুলিশের সেখানে ব্যস্ত থাকছে। পাশাপাশি আদালতে চত্বরে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। তাই সবদিক ভাবনা চিন্তা করে অভিযুক্তের ভার্চুয়াল শুনানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিশেষ শর্তের ভিত্তিতে বিচারপতিদের তরফে এই নির্দেশ দেওয়া হয়েছে।
কোন কোন শর্তে সঞ্জয়ের ভার্চুয়াল শুনানি?
• অভিযুক্ত যেই ঘরে বসে শুনানিতে অংশ নেবেন সেটি সম্পূর্ণ রুদ্ধদ্বার হতে হবে
• ক্যামেরার সামনে সঞ্জয় একাই থাকবেন
• অভিযুক্তের সামনেই থাকবে আদালতের শুনানি পর্বের দৃশ্য
• আদালতেও বিরাট স্ক্রিন রাখতে হবে সেখানে অভিযুক্তকে স্পষ্টভাবে দেখা ও শোনা যাবে







































































































































