লোকাল ট্রেনে মহিলা কামরায় যাতায়াতকারী পুরুষ যাত্রীদের RPF-আর ছাড়বে না!

0
1

মহিলা যাত্রীদের স্বাচ্ছন্দ্য ও সুরক্ষার বিষয়টি রেলের তরফ থেকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হয়। আর তাই ব্যস্ত সময়ে নিয়মিত লেডিস স্পেশ্যাল ট্রেন চালানোর পাশাপাশি প্রতিটি ট্রেনে মহিলাদের জন্য সংরক্ষিত কোচের ব্যবস্থা রয়েছে। তবে দেখা যাচ্ছে, বহু সময় পুরুষ যাত্রীরাও কারণে-অকারণে লেডিস কামরায় উঠে যাত্রা করছেন। কখনও দরজায় ঝুলে কখনও অপেক্ষাকৃত ফাঁকা ট্রেনে মহিলা কামরায়।

আসলে শহরের লাইফলাইন রেলপথ। আর সেই রেলপথেই মহিলাদের যাতায়াতের জন্য রয়েছে বিশেষ কামরার ব্যবস্থা। তবে বহু সময় দেখা যায় মহিলা কামরায় উঠে পড়েন পুরুষরাও। এবার লেডিস কামরায় পুরুষ যাত্রীদের প্রবেশ আটকাতে বিশেষ সচেতনতা শিবির হল দমদম জংশন স্টেশনে।

দমদম জংশনে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিকের তত্ত্বাবধানে, শিয়ালদহ ডিভিশনের আরপিএফ এবং বাণিজ্যিক বিভাগের কর্মী ও আধিকারিকদের সহযোগিতায় যাত্রীদের উদ্দেশ্যে এই সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়।
শিবিরের মূল উদ্দেশ্য ছিল মহিলা যাত্রীদের নিরাপদে যাত্রার জন্য, লেডিস কামরায় পুরুষ যাত্রীদের প্রবেশ যে কতটা সমস্যাাদায়ক হয় তা বোঝানো। শুধু তাই নয় এই সমস্যা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয় ও সচেতন করা হল যাত্রীদের।
ট্রেন যাত্রার মাঝে কোনওরকম অস্বস্তিকর বা সমস্যা দায়ক পরিস্থিতি সৃষ্টি হলেও তা হেল্পলাইন নম্বরে জানালেই দ্রুত সাহায্যের জন্য এগিয়ে আসবে রেল পুলিশ, মহিলাদের যাত্রাপথ সুরক্ষিত করতে রেলের এমন উদ্যোগ। আগামী দিনে বিভিন্ন স্টেশন গুলিতেও মহিলা কামরায় পুরুষদের প্রবেশ অধিকার নিষিদ্ধ করায় বিশেষ তল্লাশি চালানো হবে বলে।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.
11.