১৫ ডিসেম্বর রাজ্যে সহকারি অধ্যাপকদের প্রবেশিকা পরীক্ষা অনুষ্ঠিত হবে। তার আগে পরীক্ষার ব্যবস্থায় স্বচ্ছতা আনতে কড়া পদক্ষেপ নিল কলেজ সার্ভিস কমিশন। এবার থেকে পরীক্ষার্থীদের এডমিট কার্ডে থাকবে কিউআর কোড। এই কোড স্ক্যান করলে পরীক্ষার্থীর যাবতীয় তথ্য বেরিয়ে আসবে। এতে প্রার্থীর ছবি, নাম, অভিভাবকদের নাম, জন্মতারিখ, রোল এবং রেজিস্ট্রেশন নম্বর, পরীক্ষা কেন্দ্রের নাম, কোন বিষয় পরীক্ষা দিচ্ছেন তার বিস্তারিত তথ্য এবং প্রার্থীর স্বাক্ষর থাকবে। এর পাশাপাশি একাধিক প্রযুক্তিগত ব্যবস্থাও নিচ্ছে কলেজ সার্ভিস কমিশন। মূলত ভুয়ো অ্যাডমিট কার্ড নিয়ে যাতে কোন পরীক্ষার্থী পরীক্ষা নিতে আসতে না পারে সে কারণেই এই অগ্রিম ব্যবস্থা। চলতি বছর ৯০টি পরীক্ষা কেন্দ্রে ৩৩টি বিষয়ে পরীক্ষা হবে। পরীক্ষা দেবেন প্রায় ষাট হাজার পরীক্ষার্থী। দুই পর্যায়ে হবে পরীক্ষা। প্রথম পরীক্ষা শুরু হবে এগারোটা থেকে। প্রথম সেশনের পরীক্ষা হবে ১ ঘন্টার এবং দ্বিতীয় সেশনের পরীক্ষা হবে দুই ঘন্টার। প্রথম পেপারের মোট নম্বর ১০০ এবং দ্বিতীয় পেপারের মোট নম্বর থাকবে ২০০।
আরও পড়ুন- রাজভবনে নিজের হাতে নিজের মূর্তি উন্মোচন করে হাসির খোরাক ‘আপনভোলা’ রাজ্যপাল