তৃতীয় দিনে ব্যাট হাতে দাপট বিরাট-যশস্বীর, অজিদের জয়ের জন্য দরকার ৫২২ রান

0
4

বর্ডার-গাভাস্কর ট্রফি। তৃতীয় দিনের শেষে চালকের আসনে ভারতীয় দল। যশস্বী জসওয়াল-বিরাট কোহলিদের ব্যাটের দাপটে পারথে জয়ের গন্ধ পাচ্ছে টিম ইন্ডিয়া। ১৬১ রান করেন যশস্বী। ১০০ রানে অপরাজিত কোহলি। দ্বিতীয় ইনিংসে ৪৮৭ রান করে ভারত। এরপরই ডিক্লেয়ার দেন টিম ইন্ডিয়ার অধিনায়ক যশপ্রীত বুমরাহ। অজিদের সামনে জয়ের জন্য টার্গেট রাখে ৫৩৪। দিনের শেষে অজিদের দ্বিতীয় ইনিংসে রান ৩ উইকেট হারিয়ে ১২ । ভারত এগিয়ে ৫২২ রানে ।

তৃতীয় দিন পারথে শুরুটা ভালোই করেন যশস্বী এবং কে এল রাহুল। শতরান থেকে ব্যর্থ হন রাহুল। ৭৭ রানে আউট হন তিনি। অপরদিকে চলতে থাকে যশস্বীর লড়াই। ২৫ রানে আউট হন দেবদূত পাড্ডিকল। এরপর ক্রিজে নামে বিরাট। যশস্বীকে নিয়ে চলে তাঁর লড়াই। তবে ১৬১ রানে আউট হন যশস্বী। ২৯ রান করেন ওয়াশিংটন সুন্দর। ১ রানে আউট হন ঋষভ পন্থ এবং ধ্রুভ জুরেল। এরপর নীতীশ রেড্ডিকে নিয়ে লড়াই চালান বিরাট। ১০০ রানে অপরাজিত কোহলি। ৩৮ রানে অপরাজিত নীতীশ । দ্বিতীয় ইনিংসে ৪৮৭ রান করে ডিক্লেয়ার দেয় ভারত।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতে ধাক্কা খায় অস্ট্রেলিয়া। শুরু রানে আউট হন নাথান। ২ রানে আউট হন অধিনায়ক প্যাট কামিন্স। লাবুশানে করেন ৩ রান। ক্রিজে আছেন উসমান খওয়াজা। ভারতের হয়ে ২ উইকেট যশপ্রীত বুমরাহর। একটি উইকেট মহম্মদ সিরাজের।

আরও পড়ুন- অজি ভূমিতে বিরাট শতরান কোহলির, গড়লেন নজির