কানু বেহেল পরিচালিত ক্রাইম ড্রামা ‘ডেস্প্যাচ’-এর শুটিং করতে গিয়ে গুরুতর আহত মনোজ বাজপেয়ী (Manoj Bajpayee)। সাংবাদিকের ভূমিকায় অভিনয় করার সময় একটি বিশেষ দৃশ্যের শুটিং করতে গিয়ে হাঁটুতে চোট পান তিনি। তবে আপাতত ভাল আছেন অভিনেতা। জানিয়েছেন এই ক্রাইম সিরিজে অভিনয় করার অভিজ্ঞতা দারুণ। একজন সাংবাদিকের জীবনের নানান অজানা তথ্য তুলে ধরা হবে এই সিনেমার মাধ্যমে। একজন সাংবাদিকের ব্যক্তিগত এবং পেশাগত ঠিক জীবনে কতটা আলাদা, সেটাই দেখানো হবে এখানে।
সূত্রের খবর, শুটিং চলাকালীন অসাধারণতাবশত মনোজের পা একটি গর্তে ঢুকে যায় এবং হাঁটুতে চোট লাগে। সাময়িকভাবে কাজের সমস্যা হয়। আপাতত সবটা ঠিকঠাক ভাবেই মিটে গেছে। আগামী ১৩ ডিসেম্বর জি ফাইভ ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই ছবি। মনোজ বাজপেয়ীর সঙ্গে অভিনয় করেছেন ঋতুপর্ণা সেন, শাহানা গোস্বামী, প্রভাতী সেহগাল, অজয় পুরকার সহ আরও অনেকে। চিত্রনাট্য লিখেছেন কানু বেহেল এবং ঈশানী বন্দ্যোপাধ্যায়।