শনিবার নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পরই আর এক মুহূর্ত দেরি করতে চান না প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রতিবেশী রাজ্যের I.N.D.I.A. জোটের জয়ের কারিগর হেমন্ত সোরেন (Hemant Soren)। রবিবারই তিনি রাজ্যপালের সঙ্গে দেখা করে পরবর্তী সরকারের শপথ গ্রহণের দিন পাকা করে ফেললেন। শপথ গ্রহণ হবে ২৮ নভেম্বর।
বিজেপির চক্রান্তে জেল, সেই জেলমুক্তি। অস্থায়ী মুখ্যমন্ত্রীর পদ থেকে চম্পাই সোরেনকে (Champai Soren) সরিয়ে দেওয়ার পরে তাঁর বিজেপিতে যোগ। সর্বশেষ নির্বাচনী প্রচারে গণ্ডায় গণ্ডায় প্রতিশ্রুতি দিয়ে ঝাড়খণ্ডের (Jharkhand) মানুষকে প্রভাবিত করার সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছেন হেমন্ত সোরেন। জোটকে নেতৃত্ব দিয়ে পাকা করেছেন বিজেপির সহযোগীদের পরাজয়।
তবে বিজেপির চক্রান্তের দিকে না তাকিয়ে থেকে দ্রুত সরকার গঠনের প্রক্রিয়া শেষ করতে চান হেমন্ত সোরেন (Hemant Soren)। রবিবারই তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে দেখা করেন রাজ্যপাল সন্তোষ গাংওয়ারের (Santosh Gangwar) সঙ্গে। সেখানেই তিনি ইস্তফা দেওয়ার প্রক্রিয়া শেষ করে রাজ্যপালের (Governor) কাছে প্রস্তাব পেশ করেন নতুন সরকার গঠনের। সেই মতো নির্ধারিত হয় ২৮ নভেম্বর মুখ্যমন্ত্রী পদে তৃতীয়বার শপথ নেবেন হেমন্ত সোরেন।