বন্ধুর মেয়ের জন্মদিনে গিয়ে খুন ইছাপুরের যুবক!

0
1

রবিবার সকালে ইছাপুর গান ফ্যাক্টরির পার্কে মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। জানা গেছে বন্ধুর মেয়ের জন্মদিনের অনুষ্ঠান থেকে ফেরার সময় ডিফেন্স সিকিউরিটি কর্মীদের মারে কৃশানু চট্টোপাধ্যায় নামে যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। থানার দারস্থ হয়েছে পরিবার।

স্থানীয় সূত্রে জানা যায়, ইছাপুর রাইফেল ফ্যাক্টরির কাছে একটি আবাসনে বন্ধুর মেয়ের জন্মদিনের অনুষ্ঠান শেষে পার্কে আড্ডা দিচ্ছিলেন যুবক। সেই সময় ডিফেন্স সিকিউরিটির বেশ কয়েকজন কর্মী চড়াও হন বলে অভিযোগ। কেন যুবকেরা পার্কে দাঁড়িয়ে গল্প করছেন সেই নিয়ে বাদানুবাদ শুরু হয় যা গড়ায় হাতাহাতি পর্যন্ত। এরপর সিকিউরিটির কর্মীরা যুবককে মাটিতে ফেলে পিটিয়ে খুন করে বলে অভিযোগ উঠেছে। তদন্তে নেমেছে নোয়াপাড়া থানার পুলিশ।