ভাইঝিকে যৌন নিগ্রহ! গ্রেফতার কয়লাকাণ্ডে অভিযুক্ত বিকাশ

0
1

ফের পুলিশের হাতে গ্রেফতার বিকাশ মিশ্র। নিজেরই ভাইঝিকে যৌন নিগ্রহের ঘটনায় কালিঘাট থানার (Kalighat Police Station) পুলিশ গ্রেফতার করল বিকাশকে (Bikash Mishra)। রবিবার তাকে বিশেষ আদালতে পেশ করা হলে আদালত একদিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে।

কয়লাকাণ্ডে দীর্ঘদিন জেলে ছিলেন বিকাশ মিশ্র (Bikash Mishra)। পরে জামিন পেলেও তাকে প্রতি সপ্তাহে হাজিরা দিতে হত সিবিআই (CBI) দফতরে। এবার কালিঘাট থানায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হল নাবালিকার যৌন নিগ্রহের। নিগৃহিতার মায়ের দায়ের করা অভিযোগের ভিত্তিতে কালিঘাট থানার পুলিশ তাকে গ্রেফতার করে।

রবিবার তাকে আলিপুর আদালতে পেশ করা হয়। আদালত তাঁকে একদিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। তারপর সোমবার থেকে বিশেষ পকসো আদালত (POCSO Court) মামলাটি শুনবে। বিকাশ মিশ্রকে সেখানে পেশ করা হবে।