সেনা অভিযানে মাও জঙ্গিদের হত্যা ও বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারের পরেই ছত্তিশগড়ে (Chhattisgarh) ফের সক্রিয় মাওবাদীরা। শুক্রবার জঙ্গি দমন অভিযানে সাফল্যের পরে উৎসব করেছিলেন ভারতীয় জওয়ান ও ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডরা (DRG)। সেই নাচের ভিডিও ভাইরালও (ভিডিওর সত্যতা বিশ্ববাংলা সংবাদ যাচাই করেনি) হয়। ঠিক তার পরদিনই জঙ্গলে থাকা আইইডি বিষ্ফোরণে আহত এক জওয়ান।


রবিবার সকালে সুকমার (Sukma) জঙ্গলে রুটিন তল্লাশিতে ব্যস্ত ছিল ডিআরজি (DRG) বাহিনী। সেই সময় রাইগুদেম ও তুমলপাদের মধ্যবর্তী এলাকায় মাটিতে পুঁতে রাখা আইইডি (EID) বিষ্ফোরণে গুরুতর আহত হন ওই ডিআরজি (DRG) জওয়ান। আহত জওয়ানের নাম পোডিয়াম বিনোদ। দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খুব স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে, ছত্তিশগড়ের জঙ্গল এলাকায় এখনও কতটা সক্রিয় মাওবাদীরা।








































































































































