আদানি থেকে মনিপুর, সংসদের শীতকালীন অধিবেশনে প্রশ্ন তুলবে I.N.D.I.A. জোট

0
3

সোমবার শুরু সংসদের (Loksabha) শীতকালীন অধিবেশন। তার আগে রবিবার সর্বদল বৈঠকে ফের উঠে এলো আদানি (Adani) ইস্যু। সংসদে আদানি ইস্যুতে কেন্দ্রের বিজেপি সরকারকে অবস্থান স্পষ্ট করার দাবি জানানো হবে, প্রস্তাব পেশ রবিবারের সর্বদল বৈঠকে। সেই সঙ্গে মনিপুর (Manipur) ও বেকারত্ব (unemployment) ইস্যুতেও সরব হবেন বিরোধীরা।

সংসদে প্রথম আদানি ইস্যুতে সরব হয়েই মোদি সরকারের বিরাগ ভাজন হয়েছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। স্বৈরতান্ত্রিক বিজেপি সরকারের কোপে পড়ে সাংসদ পদ খোয়ান মহুয়া। তবে এবার বিশ্বমঞ্চে প্রকাশ্যে এসে পড়েছে আদানির আসল চেহারা। আর সেই সূত্রে আদানির প্রতি বিজেপির প্রীতিও সমর্থনের চেষ্টার মধ্যে দিয়ে প্রকাশ্যে এসেছে।

সংসদের শীতকালীন অধিবেশন যে আদানি ইস্যুতে উত্তাল হতে চলেছে, সর্বদল বৈঠকেই (All Party Meeting) তার আভাস পাওয়া গেল। বিরোধী জোটের পক্ষ থেকে কেন্দ্রের সরকারের কাছে এই ইস্যুতে জবাব চাওয়া হবে বলে জানালেন কংগ্রেস নেতা গৌরব গোগোই। সেই সঙ্গে মনিপুরে (Manipur) আইন শৃঙ্খলার অবনতি নিয়ে কী পদক্ষেপ তা স্পষ্ট করার দাবিও জানানো হবে বলে তিনি জানান। সেনা প্রত্যাহার প্রয়োজনীয়তা কোথায়, তা নিয়েও আলোচনা হবে।

অন্যদিকে দেশের বেকারত্ব (unemployment) সর্বকালীন রেকর্ড ছাড়িয়েছে। কেন্দ্রের বিজেপি সরকার বেকারত্ব কমাতে কী ইতিবাচক ভূমিকা নিচ্ছে জবাব চাইবে I.N.D.I.A. জোট। সেই সঙ্গে বিরোধীদের পক্ষ থেকে জবাব চাওয়া হবে উত্তর ভারতের দূষণের (air-pollution) ইস্যুতেও।