দায়িত্ব আরও বাড়ল তৃণমূলের, ৩০২৬-এও আসবে না বিজেপি! কটাক্ষ কুণালের

0
1

বিরোধীদের সব চক্রান্ত ব্যর্থ করে বাংলার ছয় কেন্দ্রের উপনির্বাচনে বিপুল জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস (TMC)। ৬-এ ছক্কার প্রতিক্রিয়ায় তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, আরজি করের ঘটনা নিয়ে বিপুল অপপ্রচার, চক্রান্ত, কুৎসা ব্যর্থ করে দিয়ে তৃণমূল প্রার্থীরা ৬টির মধ্যে ৬টি কেন্দ্রেই জয়ী হয়েছেন। ৬-০ ফলে বিরোধীদের পর্যুদস্ত করেছে। বিজেপি (BJP) শূন্য আর সিপিএম (CPIM) ধুয়েমুছে সাফ। বাংলার মানুষ বুঝিয়ে দিয়েছে, বিজেপি ৩০২৬ সালেও বাংলায় ক্ষমতায় আসতে পারবে না।

তিনি বলেন, উপনির্বাচনে (by election) ভোটের শতাংশ দেখলেই বোঝা যাচ্ছে, প্রচুর মানুষ তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রেখেছেন। এটা মা-মাটি-মানুষের জয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জয়। এই বিপুল জয়ের পরে তৃণমূল কংগ্রেসের দায়বদ্ধতা এবং দায়িত্ব আরও বেড়ে গেল। আমরা আরও বেশি করে মানুষের পাশে থাকব, আরও বেশি করে বাংলার উন্নয়ন করব। এরপরই তাঁর কটাক্ষ, বিজেপির ট্রেনি রাজ্য সভাপতি বলছেন, এত হারের পরও নাকি তারা ২০২৬ সালে ক্ষমতায় আসবে। আমরা দায়িত্ব নিয়ে বলছি, ৩০২৬ সালেও বিজেপি বাংলায় ক্ষমতায় আসবে না। কারণ বিজেপি বাংলার জন্য, বাংলার মানুষের জন্য কিছ করেনি। একশো দিনের টাকা থেকে শুরু করে আবাসের প্রাপ্য টাকা দেয়নি, কুৎসা করেছে, প্রতিহিংসার রাজনীতি করেছে। তাই বাংলার মানুষ তাঁদের কোনওদিনও সমর্থন করবে না। কুণাল বলেন, ৬টি কেন্দ্রেই জয় নিয়ে আমরা কনফিডেন্ট ছিলাম। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন সবার কাছে পৌঁছেছে। কিন্তু যে পরিমাণে কুৎসা, অপপ্রচার, ষড়যন্ত্র হয়েছে— বাংলার মানুষ সেটা ব্যর্থ করে দিয়েছে। তার জন্য আমরা মানুষের কাছে কৃতজ্ঞ।