সাগরে ফুঁসছে নিম্নচাপ, শীতের ইনিংসে ঘূর্ণাবর্তের থাবা!

0
2

কনকনে শীতের আমেজ না হলেও ভোর ও রাতে নিম্নমুখী তাপমাত্রা, ঠান্ডার অনুভূতি উপভোগের সুযোগ করে দিয়েছে দক্ষিণবঙ্গবাসীকে। কিন্তু এর মাঝেই দুঃসংবাদ, সাগরের চোখ রাঙ্গাচ্ছে ঘূর্ণাবর্ত। বাংলায় সরাসরি প্রভাব পড়বে কি? এমনিতেই বঙ্গোপসাগরের ওয়েদার সিস্টেমের (Weather System in Bay of bengal)খামখেয়ালিপনার কারণে শীত আসতে দেরি হয়েছে। এবার ফের নিম্নচাপের আশঙ্কায় শীতের মেজাজ মাটি হয়ে যেতে পারে বলে মনে করছেন অনেকেই। যদিও আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে নিম্নচাপ ঘূর্ণিঝড় হবে কিনা তা এখনও স্পষ্ট নয়।

বাঙালির প্রিয় শীতকালীন আমেজের বড় কোনও পরিবর্তন আপাতত হচ্ছে না। ঘূর্ণাবর্ত তৈরি হলেও নয়, না হলেও নয়। হাওয়া কি বলছে উত্তরবঙ্গের ঘন এবং দক্ষিণবঙ্গে মাঝারি কুয়াশার দাপট থাকবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিস্কার হবে। আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই। বঙ্গোপসাগরে নিম্নচাপ শক্তি বাড়ালে তার অভিমুখ শ্রীলঙ্কা এবং তামিলনাড়ুর দিকে হবে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পর্যটকদের সতর্ক করা হয়েছে। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরেও মৎস্যজীবীদের যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে IMD। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমের জেলায় পারদ পতন অব্যাহত, পুরুলিয়ায় তাপমাত্রা ১২ ডিগ্রিতে নামল।