গো-বলয়ে উপনির্বাচন: পশ্চিমে বিজেপির তরী ডুবছে, উত্তরে দোলাচলে I.N.D.I.A.

0
4

লোকসভা নির্বাচনের ফলাফলের সময় থেকেই গো-বলয়ে বিজেপির রাশ আলগা হওয়ার ইঙ্গিত পাওয়া গিয়েছিল। মোদির নিজের রাজ্যে একমাত্র উপনির্বাচনে (By-election) এগিয়ে কংগ্রেস। অন্যদিকে পুলিশ প্রশাসনকে প্রয়োগ করে উত্তরপ্রদেশে (Uttarpradesh) যে উপনির্বাচন হয়েছে সেখানে এগিয়ে রয়েছে এনডিএ (NDA) জোট। নির্বাচন কমিশনের ব্যর্থতা ঘিরে প্রশ্ন তুলেছে অখিলেশের দল।

তবে দুই গুরুত্বপূর্ণ রাজ্য উত্তরপ্রদেশ ও গুজরাট উপনির্বাচন ছাড়া নজরে রাজস্থান (Rajasthan)। সেখানে সাতটি উপনির্বাচনে তিনটিতে এগিয়ে বিজেপি। বাকি চারটি I.N.D.I.A. জোটের পক্ষে। অন্যদিকে পঞ্জাবের (Punjab) চার উপনির্বাচনে জয়ের পথে আপ-কংগ্রেস জোট। ডবল ইঞ্জিন মধ্যপ্রদেশের (Madhyapradesh) দুই কেন্দ্রের মধ্যে একটিতে বিজেপি এগিয়ে থাকলেও প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের নিজের গ্রামের কেন্দ্র বিজয়পুরে প্রথমবার এগিয়ে কংগ্রেস।

গুজরাট

ভাভ – কংগ্রেস (এগিয়ে)

 

রাজস্থান

ঝুনঝুনু – বিজেপি (এগিয়ে)

রামগড় – কংগ্রেস (এগিয়ে)

দাউসা – কংগ্রেস (এগিয়ে)

দেওলি-উনিয়ারা – বিজেপি (এগিয়ে)

খিনসর – বিজেপি (এগিয়ে)

সালুম্বার – ভারত আদিবাসী পার্টি (এগিয়ে)

চোরাসি – ভারত আদিবাসী পার্টি (এগিয়ে)

 

মধ্যপ্রদেশ

বিজয়পুর – কংগ্রেস (এগিয়ে)

বুধনি – বিজেপি (এগিয়ে)

 

উত্তরপ্রদেশ

মীরাপুর – আরএলডি (এগিয়ে)

কুন্দার্কি – বিজেপি (এগিয়ে)

গাজিয়াবাদ – বিজেপি (এগিয়ে)

খৈর – বিজেপি (এগিয়ে)

ফুলপুর – বিজেপি (এগিয়ে)

কাটেহরি – বিজেপি (এগিয়ে)

কার্হল – সমাজবাদী পার্টি (এগিয়ে)

শিশামাউ – সমাজবাদী পার্টি (এগিয়ে)

 

পঞ্জাব

দেরা বাবা নানক – আপ (এগিয়ে)

চাব্বেওয়াল – আপ (এগিয়ে)

গিড্ডেরবাহা – আপ (এগিয়ে)

বার্নালা – কংগ্রেস (জয়ী)

 

বিহার

তারারি – বিজেপি (এগিয়ে)

রামগড় – বিজেপি (এগিয়ে)

বেলাগঞ্জ – জেডিএই (জয়ী)

ইমামহগঞ্জ – হিন্দুস্তানি আওয়াম মোর্চা (জয়ী)

 

ছত্তিশগড়

রাইপুর সিটি (সাউথ) – বিজেপি (এগিয়ে)