সরকারি গুদামে বিষাক্ত গ্যাস! হাথরসে প্রাণ গেল ১৪৫ বাঁদরের

0
2

সরকারি খাবার মজুত করার গুদামে খাবারের খোঁজে হাজির। এরপরেই প্রাণ গেল শতাধিক বাঁদরের। একসঙ্গে ১৪৫টি বাঁদরের মৃত্যুতে রহস্য বাড়ছে উত্তরপ্রদেশের হাথরসে (Hathras)। এরপর এই ঘটনাকে ধামাচাপা দিতে তড়িঘড়ি মাটিতে পুঁতে দেওয়া হল সেই ১৪৫ দেহ। পরে পশু চিকিৎসকরা (veterinary doctors) তা উদ্ধার করে তদন্ত শুরু করতেই বেরিয়ে পড়ে চাঞ্চল্যকর তথ্য।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, এফসিআই (FCI) গুদামে রাখা দানাশস্যে যাতে পোকামাকড় না ধরে এবং ইঁদুরের হাত থেকে ওই শস্য বাঁচাতে অ্যালুমিনিয়াম ফসফাইড (aluminium phosphide) ছড়ানো হয়েছিল। সেই কীটনাশকের (pesticide) বিষাক্ত ধোঁয়ায় ভরে যায় গোটা গুদাম। এরপর বাঁদরের দল সেখানে ঢোকার পরে বিষাক্ত গ্যাসেই মারা পড়ে। দেহগুলি ময়নাতদন্তের পরে প্রকৃত কারণ জানা সম্ভব হবে বলে জানান পশু চিকিৎসকরা।

তবে এভাবে উত্তরপ্রদেশের (Uttarpradesh) গুদামে ঢুকে ১৪৫টি বাঁদর মারা পড়ে যাওয়ার ঘটনায় অন্য আশঙ্কা দেখছেন পশু চিকিৎসকরা। এত বেশি পরিমাণ কীটনাশক ছড়ানো হয়েছিল যাতে প্রাণ গেল একসঙ্গে এত বাঁদরের। তবে সেই পরিমাণ কীটনাশক যে গমের বস্তায় ছড়ানো হয়েছিল সেই গমে কত বিষ মিশে রয়েছে। কেনই বা এফসিআই (FCI) গুদাম কর্তৃপক্ষ প্রশাসনকে না জানিয়ে দেহ পুঁতে ফেলল, উঠেছে প্রশ্ন। পুলিশ ইতিমধ্যেই খাদ্য নিগমের কর্মীদের বিরুদ্ধে মামলা রুজু করেছে। শুরু হয়েছে তদন্ত।

</a