পারথে চলছে ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট । এই টেস্টে অভিষেক হয়েছে নীতীশ কুমার রড্ডি এবং হর্ষিত রানার। আর অভিষেক টেস্টেই দাপট দেখালেন দুই ক্রিকেটার। প্রথম ইনিংসে আট নম্বরে ব্যাট করতে নেমে দাপট দেখান নীতীশ। আর দ্বিতীয় দিন বল হাতে দাপট দেখালেন হর্ষিত রানা। নিলেন ৩ উইকেট। আর দলের হয়ে এমন পারফরম্যান্স করতে পেরে উচ্ছ্বসিত হর্ষিত। নিজের এই পারফরম্যান্সের জন্য কৃতিত্ব দিলেন কোচ গৌতম গম্ভীরকে।
এই নিয়ে ম্যাচ শেষে হর্ষিত বলেন, “ আর অপেক্ষা করতে পারছিলাম না। কিন্তু গৌতি ভাই আমাকে বলেছিল, ‘ধৈর্য ধরো। যা সুযোগ পাচ্ছ, কাজে লাগাও।’ গৌতি ভাই আমাকে আত্মবিশ্বাস দিয়েছে। বাকি সব কিছু ভুলে খেলার দিকে মন দিতে বলেছে। পরিশ্রমের ফল পেয়েছি। বুমরাহ ভাই শুরুতে ৩ উইকেট নিয়ে আমার কাজটা সহজ করে দিয়েছিল। আমাকে বার বার বলছিল উইকেট লক্ষ্য করে বল করতে। ঠিক জায়গায় বল ফেলতে পেরেছি বলেই ট্রেভিস হেডের উইকেট পেয়েছি।“
এরপরই নিজের অভিষেক নিয়ে বলেন, “ অভিষেকের আগের দিন আমি প্রায় সারারাত ঘুমোতে পারিনি। কিন্তু সকালে উঠে কোনও চাপ ছিল না। বরং চিন্তা হয়েছিল তার আগের দিন। যখন আমাকে জানানো হয়েছিল, আমার অভিষেক হবে। সেই সঙ্গে দলের সবার সামনে বক্তব্যও রাখতে হবে। অভিষেক হওয়ার খবরে আমি কেঁদে ফেলেছিলাম।“
আরও পড়ুন- পিএসজির আবেদন খারিজ, পুরনো ক্লাব থেকে বকেয়া বেতন পাবেন এমবাপে