মহাকাশে বিভিন্ন সমসস্যার সম্মুখীন সুনীতারা। তার মধ্যে অন্যতম খাদ্যের সঙ্কট। জানা গিয়েছে, এমনই অবস্থা বুচ এবং সুনীতার যে সেখানে খেতে হচ্ছে প্রস্রাব মেশানো স্যুপ!
গত জুন মাসে মাত্র ৮ দিনের জন্য মহাকাশে গিয়েছিলেন সুনীতা উইলিয়ামস এবং তাঁর সঙ্গী ব্যারি বুচ উইলমোর। কিন্তু সময়মতো পৃথিবীতে ফিরতে পারেননি তাঁরা। কবে ফিরবেন তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে।
মহাকাশচারীদের কাছে দু ধরনের খাবার থাকে। শুকনো খাবারের মধ্যে থাকে গুঁড়ো দুধ, প্রাতরাশের শস্যজাতীয় খাবার, পিৎজা, চিকেন রোস্ট, টুনা ইত্যাদি। বিশেষজ্ঞের মতে, সুনীতাদের কাছে এই ধরনের খাবার থাকলেও তাজা ফল, আনাজের ভান্ডার কমছে। পৃথিবী থেকে ৩ মাস অন্তর আইএসএস-এ খাবার পাঠানো হয়। তবে জানা গিয়েছে, রিসাইকেল করা প্রস্রাব মেশানো স্যুপ খাচ্ছেন সুনীতারা।
নাসা বলছে তাঁরা ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে ফিরতে পারেন। কিন্তু সেটাও এখনও ঠিক নয়। তবে নাসার আশ্বাস, সব ব্যবস্থা করা হয়েছে। পৃথিবী থেকে চিকিৎসকরা সুনীতাদের স্বাস্থ্যের উপরে কড়া নজর রাখছেন। আতঙ্কিত হওয়ার কিছু নেই।
আরও পড়ুন- উপনির্বাচনে রাজনৈতিক প্রতিপক্ষ নয়, নোটার সঙ্গে লড়াই করল বাম-কংগ্রেস, সর্বত্রই জামানত জব্দ