মা–কে হারালেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। শনিবার বিকাল ৩টে নাগাদ দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নন্দিতা সেনগুপ্ত। বয়স হয়েছিল ৭৭ বছর।
দীর্ঘদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন নন্দিতা দেবী। গত ১৫ দিন ধরে ভেন্টিলেশন সাপোর্টে ছিলেন নন্দিতা দেবী। কিডনির সমস্যা ছাড়াও বার্ধক্যজনিত আরও নানান শারীরিক সমস্যা দেখা গিয়েছিল। মায়ের মৃত্যুর পর ভেঙে পড়েছেন অভিনেত্রী-সহ তাঁর পরিবারের সদস্যরা।

মায়ের মৃত্যুর কথা সোশ্যাল মিডিয়ায় জানান অভিনেত্রী। তিনি লেখেন, ‘আমার মা নন্দিতা সেনগুপ্ত আজ দুপুরে চলে গেলেন। আমাদের পরিবারের বন্ধু, আত্মীয়দের অনুরোধ করছি যে তারা সবাই যেন রাত ৮টা নাগাদ ৫বি, রবিনসন স্ট্রিট, কাঞ্চনজঙ্ঘা আবাসনে চলে আসেন। আপনাদের একটাই অনুরোধ যে এই সময় আপনাদের সহমর্মিতা ও সহযোগিতাই আমার একমাত্র কাম্য।’ অভিনেত্রীকে গভীর সমবেদনা জানিয়েছেন অনুরাগীরা।
আরও পড়ুন- পিএসজির আবেদন খারিজ, পুরনো ক্লাব থেকে বকেয়া বেতন পাবেন এমবাপে




































































































































