ঘরের মাঠে জামশেদপুরকে হারিয়ে লিগ টেবিলের শীর্ষে মোহনবাগান

0
1

জয়ে ফিরল মোহনবগান সুপার জায়ান্ট। এদিন ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে জামশেদপুর এফসিকে হারাল ৩-০ গোলে। বাগানের হয়ে গোল অলড্রেড, কোলাসো এবং ম্যাকলারেনের। আর এই জয়ের সুবাদে লিগ টেবিলের শীর্ষে উঠে এল জোসে মোলিনার দল। বেঙ্গালুরুর সঙ্গে সমসংখ্যক পয়েন্ট নিয়ে শীর্ষে সবুজ-মেরুন।

ম্যাচে এদিন প্রথম থেকেই চলে মোহনবাগানের আক্রমণের দাপট। দিমিত্রি পেত্রাতোস, জেমি ম্যাকলারেন, লিস্টন কোলাসো ক্রমাগত আক্রমণে ঝাঁপান। যার ফলে ম্যাচের ১৫ মিনিটে ১-০ গোলে এগিয়ে যায় মোহনবাগান। বক্সের ভিতর জোরালো শটে গোল করে সবুজ মেরুন ব্রিগেডকে এগিয়ে দেন টম অলড্রেড। কর্ণার থেকে দিমির ভাসানো বল ক্লিয়ার করলে বক্সের বাইরে থেকে ফিরতি বলে শট মারেন দীপক টাংরি, যা আলবার্তো হয়ে বল পৌঁছায় টমের কাছে। এরপর খেলা ধরে নেয় মোহনবাগান। চলে একের পর এক আক্রমণ। যার ফলে ম্যাচের প্রথমার্ধের শেষ মুহুর্তে ২-০ গোলে এগিয়ে যায় বাগান ব্রিগেড। বক্সের বাইরে বল পেয়ে তিনজন ডিফেন্ডারকে অনায়াস দক্ষতায় পিছনে ফেলে দেন বাগান ফুটবলার লিস্টন কোলাসো। তারপর বক্সের মধ্যে বাকি দুই ডিফেন্ডারকে কাটিয়ে জালে বল জড়িয়ে দেন তিনি। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থাকে মোলিনার দল।

ম্যাচের দ্বিতীয়ার্ধেও আক্রমণ চালায় বাগান ব্রিগেড। তবে পালটা আক্রমণ চালাতে ভুল করেনি জামশেদপুর। তবে এরই মধ্যে ৩-০ গোলে এগিয়ে যায় মোহনবাগান। বাগানকে গোল করে এগিয়ে দেন ম্যাকলারেন। মাঝমাঠ থেকে দীপক টাংরির ভাসানো বল ধরে বিপক্ষের গোলকিপারকে কাটিয়ে নিয়ে যান মনবীর সিং। সেখান থেকে যখন ম্যাকলারেনকে বল দেন, তখন গোল করা ছাড়া আর কোনও উপায়ই ছিল না অজি বিশ্বকাপারের। এরপর আক্রমণে গেলেও গোলের ব্যবধান বাড়াতে পারেনি মোলিনার দল। যার ফলে ম্যাচ শেষ হয় ৩-০ গোলে। এই জয়ের ফলে ৮ ম্যাচে মোহনবাগানের পয়েন্ট দাঁড়াল ১৭।

আরও পড়ুন- অভিষেকেই তিন উইকেট, নিজের পারফরম্যান্স নিয়ে মুখ খুললেন হর্ষিত