শনিবারের সকালে থমকে গেল মেট্রো চলাচল (Metro Service Interrupted)। দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত ব্যাহত হল পরিষেবা। মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষ জানিয়েছে তৃতীয় লাইনে বিদ্যুৎ সংযোগ না থাকায় যাত্রীদের শোভাবাজারে নামিয়ে দেওয়া হয়। কাজের দিনে সকাল সকাল মেট্রো রেল পরিষেবা বিকৃত হওয়ায় ক্ষুব্ধ যাত্রীরা।

কম সময় দ্রুত গন্তব্যে পৌঁছতে মেট্রোর জনপ্রিয়তা যতই বাড়ুক না কেন, প্রায় প্রত্যেক দিনই পাতালরেলে বিভ্রাট যেন চেনার রুটিন হয়ে দাঁড়িয়েছে। শনিবার সকালে ৭ টা ৫ মিনিটে দমদম থেকে ছাড়া মেট্রোটি শোভাবাজার গিয়ে থেমে যায়। মেট্রো ও স্টেশনে ঘোষণা করা হয় আপাতত পরিষেবা বন্ধ, ট্রেন ছাড়তে দেরি হবে। প্রাথমিকভাবে সমস্যা কোথায় সেটা জানানো না হলেও পরে বলা হয় শ্যামবাজার ও গিরিশ পার্ক স্টেশনের তৃতীয় লাইনে বিদ্যুৎ সংযোগ না থাকায় ট্রেন চলাচল ব্যাহত। কবি সুভাষ থেকে দমদমের দিকে মেট্রো চলছিল। অবশেষে আটটা নাগাদ স্বাভাবিক হয় পরিষেবা।







































































































































