বাংলা ছয় কেন্দ্রের উপনির্বাচনে ছ’টি আসনেই জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। মাদারিহাট কেন্দ্র বিজেপির কাছ থেকে ছিনিয়ে নিয়েছে তারা। ফের বাংলায় এই সবুজ ঝড়ের পর তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন। এক্স হ্যান্ডলে সাধারণ মানুষকে ধন্যবাদ জানিয়ে তাঁর বার্তা, আমরা জমিদার নই, মানুষের পাহারাদার।
সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, আমার অন্তরের অন্তঃস্থল থেকে মা-মাটি-মানুষকে জানাই প্রণাম, জোহার ও সালাম। আপনাদের এই আশীর্বাদ আমাদের আগামীর চলার পথে আরও সক্রিয়ভাবে মানুষের কাজ করার জন্য উৎসাহ দেবে। মানুষই আমাদের ভরসা।আমরা সবাই সাধারণ মানুষ, এটাই আমাদের পরিচয়। আমরা জমিদার নই, মানুষের পাহারাদার।
আপনাদের আশিস আজীবন হৃদয় স্পর্শ করে থাকবে। জয় বাংলা! বাংলায় মোট ছ’টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়। প্রতিটিতেই জয় হাসিল করে নেয় তৃণমূল। সিতাই, হাড়োয়ার মতো কেন্দ্রে বিপুল জয় পেয়েছেন তৃণমূল প্রার্থীরা। ১ লাখের বেশি ব্যবধানে জয়ী হয় তৃণমূল। নৈহাটি মেদিনীপুর, তালডাংরাতেও আশাতীত জয় এসেছে। সবথেকে তাৎপর্যপূর্ণ এই প্রথম মাদারিহাট কেন্দ্রে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী। এই ফলাফল সামনে আসার পরেই সাধারণ মানুষের উদ্দেশে বিশেষ বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বার্তায় নিজেদের সাধারণ মানুষ হিসেবে পরিচয় দিলেও, নাম না করে বিজেপিকে জমিদার বলে কটাক্ষ করেন। আর বলেন, আপনাদের আশিস আজীবন আমাদের হৃদয় স্পর্শ করে থাকবে।
আরও পড়ুন- দুর্দান্ত লড়াই: মেঘালয় উপনির্বাচনে দ্বিতীয় তৃণমূল, কুর্নিশ অভিষেকের