আজ রাজ্যের ৬ বিধানসভা আসনে (আলিপুরদুয়ারের মাদারিহাট, কোচবিহারের সিতাই, বাঁকুড়ার তালডাংরা, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর এবং উত্তর ২৪ পরগনার হাড়োয়া ও নৈহাটি) উপনির্বাচনের গণনা (By Election Counting) শুরু। নির্বাচন কমিশনের তরফে গণনা কেন্দ্রের প্রতি জায়গাতেই কেন্দ্রীয় বাহিনীর সহ- ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। প্রথম স্তরে রাজ্য পুলিশ, দ্বিতীয় স্তরে রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, এবং তৃতীয় স্তরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। আটটা থেকে ভোট গণনা শুরু হয়েছে বলে খবর।
নির্বাচন কমিশন (Election commission) জানিয়েছে এদিন গণনা কেন্দ্রের ভিতর ওয়েব কাস্ট হবে না। তবে সিসি ক্যামেরার নজরদারি থাকবে। প্রথমে ইলেকট্রিক্যালি ট্রান্সমিটেড পোস্টাল ব্যালট সিস্টেমের গণনা হবে। তারপর মূল ভোট যন্ত্রণা হবে। গণনা কেন্দ্রের ২০০ মিটারে জারি থাকছে ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা। ভোট কাউন্টিং এজেন্টরা মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবেন না সবটাই গণনাকেন্দ্রের বাইরে রেখে দিতে হবে।। শুধুমাত্র কাউন্টিং অবজারভার এবং রিটার্নিং অফিসার মোবাইল ব্যবহার করতে পারবেন। গণনা কক্ষের পাশেই স্ট্রং রুম। এক প্লাটুন অর্থাৎ ২৪ জনের কেন্দ্রীয় বাহিনী মোতায়েন সেখানে।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন উপনির্বাচনের ফলাফল নিয়ে খুব একটা বেশি আগ্রহ থাকে না। তবে আগামী ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে এই ফলাফল শাসক বিরোধী দুজনের জন্যই খুব গুরুত্বপূর্ণ।