উত্তর-পূর্বে মেঘালয়ের একটি মাত্র কেন্দ্রের উপনির্বাচনে নামমাত্র ভোটে দ্বিতীয় স্থানে তৃণমূল কংগ্রেস। বিজেপি প্রার্থী মেহতাব সি সাংমার থেকে মাত্র সাড়ে চার হাজার ভোটের ব্যবধানে পরাজিত সাধিয়ারানি সাংমা (Sadhiarani Sangma)। যেখানে কংগ্রেস রয়েছে তৃতীয় স্থানে। সাধিয়ার এই ফলাফলের পরেই তাঁকে অভিনন্দন জানালেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেই সঙ্গে ধন্যবাদ জানালেন গামবেগ্রে (Gambegre) কেন্দ্রে ভোটারদেরও।

৬০ আসনের মেঘালয় বিধানসভায় ১০টি আসন বিরোধী I.N.D.I.A. জোটের। তার মধ্যে ৫ আসন তৃণমূল বিধায়কদের। বিধানসভার বিরোধী দলনেতা তৃণমূল বিধায়ক মুকুল সাংমা (Mukul Sangma)। তাঁর নেতৃত্বে গামবেগ্রে কেন্দ্রে লড়াই করেছিলেন সাধিয়ারানি সাংমা। ফলাফল প্রকাশের পরে অভিষেকের অভিনন্দন, “সমস্ত ধরনের প্রতিকূলতার বিরুদ্ধে মুকুল সাংমার অটল নেতৃত্ব ও চার্লস পাইনগ্রোপের অক্লান্ত পরিশ্রমে এক দুর্দান্ত লড়াই করতে পারা সাধিয়ারানি সাংমা (Sadhiarani Sangma) ও সমগ্র মেঘালয় (Meghalaya) তৃণমূলকে জানাই আমার হার্দিক অভিনন্দন।”

তবে শুধুমাত্র নেতৃস্থানীয় নয়, মেঘালয়ের তৃণমূলের সৈনিকদের অভিনন্দন জানাতে গিয়ে অভিষেক বলেন, “আমাদের মেঘালয় ইউনিটের সব তৃণমূল স্তরের কর্মীদের আমার কুর্নিশ এবং মেঘালয়ের (Meghalaya) হারানো গৌরব ফিরিয়ে আনতে তাঁদের অটুট নিষ্ঠারই পরিচয় পাওয়া গিয়েছে আবার। গামবেগ্রের (Gambegre) সাধারণ মানুষকে বিশেষ ধন্যবাদ তাঁদের ভালোবাসা ও সমর্থনের জন্য। আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি এই সুন্দর রাজ্যের মানুষের পরিষেবায় কোনও পদক্ষেপ বাকি রাখবে না মেঘালয় তৃণমূল কংগ্রেস।”








































































































































