জাঁকিয়ে শীত (Winter) না পড়লেও রাজ্যজুড়ে সর্বত্র ঠান্ডা ঠান্ডা অনুভূতি। আপাতত বৃষ্টির (Rain) কোন সম্ভাবনা নেই। পশ্চিমের জেলায় পারদ পতন অব্যাহত। কলকাতাতে তাপমাত্রা ১৮-১৯ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে। এর মাঝেই সাগরে আবার নিম্নচাপের ভ্রুকুটি। যদিও বাংলায় এর কোনও প্রভাব নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। কিন্তু নিম্নচাপ ঘূর্ণিঝড় হয়ে উঠতে পারে কিনা সে দিকে নজর থাকবে।

দক্ষিণ বঙ্গোপসাগরে এই ঘূর্ণাবর্তের দক্ষিণবঙ্গে (South Bengal) সরাসরি প্রভাব না থাকায় আগামী কয়েক দিন তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই। ভোরের দিকে এবং রাতে শীতের স্পেল চলবে। বেলা বাড়লে খানিকটা গরম অনুভুতি হতে পারে। কুয়াশার দাপট আগামী চার-পাঁচ দিন বজায় থাকবে। কলকাতায় আজ, শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৪ ডিগ্রি কম। পশ্চিমে ১৫ ডিগ্রির নীচেই থাকবে তাপমাত্রা।



 
 
 
 


































































































































