আজ থেকে শুরু হয়েছে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। পারথে প্রথম টেস্টে নামে দু’দল। তবে বর্ডার-গাভাস্কর ট্রফির প্রথম টেস্টের প্রথম ইনিংসেই ব্যাটিং ব্যর্থতায় ভোগে টিম ইন্ডিয়া। ব্যাটে রান পাননি বিরাট কোহলি, যশস্বী জসওয়ালরা। তবে এদের মধ্যে ব্যাট হাতে দাপট দেখান নীতীশ কুমার রেড্ডি। অভিষেক টেস্টেই দুর্দান্তভাবে কামিন্সদের সামলেছেন তিনি। আট নম্বরে ব্যাট করতে নেমে ৪১ রান করেন তিনি। যা প্রশংসা কুড়াচ্ছে ক্রিকেটপ্রেমীদের। শুধু তাই নয় এই রানের সুবাদে গড়েছেন নজিরও। দলের হয়ে এরকম পারফরম্যান্স করতে পেরে উচ্ছ্বসিত নীতীশ। কৃতিত্ব দিলেন কোচ গৌতম গম্ভীরকে।
ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে নীতীশ বলেন, “ গৌতম গম্ভীরের সঙ্গে আমি কথা বলছিলাম। তিনি বলেছিলেন, বাউন্সার এলে কাঁধের উপরে খেলো। যেন দেশের জন্য বুলেট নিচ্ছ। সেটাই সাফল্য এনে দেবে।“ এরপরই নীতীশ বলেন, “ আমার আদর্শ বিরাট কোহলির থেকে টেস্ট ক্রিকেটের টুপি পাওয়া স্বপ্নের মতো। ভারতের হয়ে মাঠে নামতে পারা অত্যন্ত গর্বের।“
এদিকে আট নম্বরে ব্যাট করতে নেমে ৪১ রান করেই নজির গড়েছেন নীতীশ। টেস্ট অভিষেকে আট নম্বরে ব্যাট করতে নেমে ভারতের কোনও ক্রিকেটার এর থেকে বেশি রান করতে পারেননি।
আরও পড়ুন- ‘মাত্র ২৩ রানের জন্য হলনা ফেরারি’, ছেলে আর্যবীরকে মজার শুভেচ্ছা সেহবাগের