মৃত ঘোষণা হওয়া যুবকই নড়ে উঠলো! রাজস্থানে সাসপেন্ড চার চিকিৎসক

0
3

এ যেন পুরো শরৎচন্দ্রের লালু। সরকারি হাসপাতালে এক যুবককে মৃত ঘোষণা করা হয়েছিল। সৎকার করতে নিয়ে যাওয়া হলে হঠাৎই নড়ে ওঠে তার দেহ। দ্রুত যুবককে আবার হাসপাতালে পাঠিয়ে দেখা যায় সে তখনো বেঁচে রয়েছে। এই ঘটনায় রাজস্থানের (Rajasthan) ঝুনঝুনুর হাসপাতালের তিনজন চিকিৎসক ও প্রিন্সিপাল মেডিকেল অফিসারকে (Principal RMO) কর্তব্য গাফিলতির অভিযোগে সাসপেন্ড করা হয়।

রোহিতাস কুমার (২৫) নামে এক অনাথ মূক-বধির যুবকের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঝুনঝুনুর বিডিকে (BDK Jhunjhunu Hospital) হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে আইসিইউতে (ICU) তার চিকিৎসা চলাকালীন চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বৃহস্পতিবার দুপুরে তাকে মৃত ঘোষণা করার পর দেহ দীর্ঘক্ষণ রাখা থাকে মর্গে। এরপর শুরু হয় সৎকারের কাজ।

তখনই হয় বিপত্তি। চিতার উপর শোয়ানোর পর সেখানে উপস্থিত ব্যক্তিরা দেখতে পান দেহটি নড়ছে এবং রহিতাস শ্বাস নিচ্ছে। কেউ কেউ এই ঘটনায় ভয় পেয়ে গেলেও দ্রুত অ্যাম্বুলেন্স ডেকে তাকে ফের বিডিকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। ঘটনায় নড়েচড়ে বসে জেলা প্রশাসন। জেলাশাসক (District Magistrate) রামবতার মিনা হাসপাতালের তিনজন চিকিৎসক ও প্রিন্সিপাল মেডিকেল অফিসারকে (Principal RMO) সাসপেন্ড করেন। কিভাবে এই ঘটনা ঘটলো তা দেখার জন্য তদন্ত কমিটি গঠন করা হয়।