অভিষেকের আপ্তসহায়কের নাম করে টাকা আদায়! গ্রেফতার অভিযুক্ত

0
1

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আপ্তসহায়কের নাম করে টাকা আদায়ের অভিযোগ। এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ি শহরে। এরপরই পুলিশের একটি টিম হোয়াটসঅ্যাপ কলের সূত্র ধরে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে গিয়ে ওই অভিযুক্তকে গ্রেফতার করে।

জানা গিয়েছে, অভিযুক্তের নাম মিলন কামিলা। ২০২২ সাল পর্যন্ত রাজ্যের এক মন্ত্রীর মেয়ের গাড়ি চালিয়েছে ধৃত। সেই সূত্রে বিভিন্ন সময় প্রভাবশালীদের পরিচয় দিয়ে, কোনও সময় আবার চাকরি করে দেওয়ার নাম করে সে টাকা তুলেছে। সম্প্রতি শিলিগুড়ির মহানন্দা পাড়ার এক ব্যবসায়ীর কাছ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের নাম করে কিছু টাকাও সে নিয়েছে। আরও টাকা চাওয়া হয়েছিল তার কাছে। কিন্তু এই ব্যবসায়ী খোঁজখবর নিয়ে জানতে পারেন এর সাথে সুমিত রায়ের কোন সম্পর্ক নেই। এরপরেই পুলিশের দ্বারস্থ হন তিনি। অবশেষে গ্রেফতার করা হয় তাকে। ১৬ তারিখ পুলিশ রিমান্ডে নিয়ে ধৃতকে জিজ্ঞাসাবাদ করে আরও বেশ কিছু তথ্য পেয়েছে শিলিগুড়ি পুলিশ। বৃহস্পতিবার অভিযুক্ত কে পুনরায় শিলিগুড়ি আদালতে পেশ করে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের খালপাড়া আউট পোস্ট।

আরও পড়ুন- বিনীত গোয়েলের বিরুদ্ধে আরজি করের নির্যাতিতার নাম প্রকাশের অভিযোগে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ হাইকোর্টের