অফিস হোক বা কলেজ নিজের গন্তব্যে দ্রুত নির্বিঘ্নে পৌঁছতে মেট্রোযাত্রীর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এই অবস্থায় কলকাতা মেট্রো (Kolkata Metro) রেলের গতিপথ পরিবর্তনের সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। কবি সুভাষ-দক্ষিণেশ্বর মেট্রো (Kabi Subhash to Dakshineswar) রুটে যাত্রী পরিষেবায় আসছে বদল। আগামী সপ্তাহ থেকে দমদমের বদলে নোয়াপাড়া (Noapara) স্টেশনে যাত্রা শেষ করবে বেশিরভাগ মেট্রো।

মেট্রো কর্তারা জানিয়েছেন, নোয়াপাড়া একটি জংশন স্টেশন। সেখান থেকে বিমানবন্দর পর্যন্ত আলাদা লাইন রয়েছে। এদিকে নোয়াপাড়া থেকে দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত মেট্রোপথ তৈরি হয়ে পড়ে রয়েছে দীর্ঘদিন ধরে। তবে জানা যাচ্ছে, নোয়াপাড়া থেকে দমদম ক্যান্টনমেন্ট মেট্রোপথ চালুর লক্ষ্যেই নর্থ-সাউথ রুটে এই পরিবর্তন আসছে। সপ্তাহের কাজের দিনগুলিতে সংশ্লিষ্ট মেট্রো করিডরে সারাদিনে ২৯০টি পরিষেবা পাওয়া যায়। এর মধ্যে দমদম মেট্রো স্টেশনে উত্তরমুখী যাত্রা শেষ করে ১৫৮টি। বাকি ১৩২টি পরিষেবা চলে দক্ষিণেশ্বর পর্যন্ত। মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয়কুমার রেড্ডির নির্দেশ অনুযায়ী এবার থেকে দিনে ১৫৮টি মেট্রো নোয়াপাড়া পর্যন্ত চলবে। যদি ওই সিদ্ধান্ত একেবারেই আচমকা নেওয়া নয়। আসলে দিনের ব্যস্ত সময়ে দক্ষিণেশ্বর থেকে ভিড়ে ঠাসা মেট্রো দমদমে ঢুকলে অনেক যাত্রীই উঠতেই পারেন না। পরের মেট্রোর জন্য অপেক্ষা করতে হয়। সেই ভিড় এড়াতে বহু যাত্রী দক্ষিণেশ্বর থেকে আসা মেট্রো ছেড়ে দিয়ে অপেক্ষা করে দমদম থেকে কবি সুভাষের উদ্দেশে যে মেট্রো ছাড়ছে, সেটাতেই ওঠেন। সেই রেকগুলি এবার নোয়াপাড়ায় যাত্রী নিয়ে কবি সুভাষ মেট্রো স্টেশনের দিকে রওনা দেবে। বৃহস্পতির পর আজ শুক্রবার সকালে নোয়াপাড়া স্টেশনের র্যাম্প দিয়ে মেট্রো রেক ঘোরানোর ট্রায়াল শুরু হয়েছে। শনি ও রবিবার যাত্রী সংখ্যা অপেক্ষাকৃত কম থাকায় মহড়া হিসেবে যাত্রীবোঝাই মেট্রোর যাত্রা নোয়াপাড়ায় শেষ হবে। ২দিন ধরে দেখা হবে এই ব্যবস্থার ত্রুটি-বিচ্যুতি বলেই মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে।







































































































































