শুক্রের সকাল থেকে ছত্রিশগড়ের (Chattishgarh ) কন্টার ভেজ্জি এলাকায় যৌথ বাহিনীর সঙ্গে গুলির লড়াই যৌথ বাহিনীর। পুলিশ সূত্রে দাবি করা হয়েছে দুপক্ষের সংঘর্ষে ১০ মাওবাদীর মৃত্যু হয়েছে (Maoists Killed In Encounter In Chhattisgarh today)। প্রচুর অস্ত্র, বিস্ফোরক এবং বেশ কিছু নথি উদ্ধারের পাশাপাশি বাকিদের খোঁজে তল্লাশি অভিযান চলছে।
ওড়িশা হয়ে এক দল মাওবাদী কন্টা পেরিয়ে ছত্তিশগড়ে প্রবেশ করেছে জানতে পারার পরই, তল্লাশি অভিযান চালায় যৌথ বাহিনী। কন্টা থানা ডিস্ট্রিক্ট রিজ়ার্ভ গার্ড সকালে ভেজ্জি এলাকায় তল্লাশি অভিযানে যেতেই শুরু হয় গুলির লড়াই। পাল্টা জবাব দেয় বাহিনীও। শেষ খবর পাওয়া অনুযায়ী এলাকায় এখনও গুলির লড়াই থামেনি।বস্তারের পুলিশ আধিকারিক পি সুন্দররাজ ১০ জনের মৃত্যু নিশ্চিত করেছেন। জানা গিয়েছে, তিনটে অটোমেটিক ফায়ার আর্ম-সহ একাধিক অস্ত্র ওই এলাকা থেকে বাজেয়াপ্ত করেছে পুলিশ।