মুখ্যমন্ত্রীকে কালো পতাকা দেখানো সম্মানহানি নয়: কেরালা হাইকোর্ট

0
1

কেরালার বাম মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে (Pinarai Vijayan) কালো পতাকা দেখানোর ঘটনায় মুখ্যমন্ত্রীর কোন সম্মানহানি হয়নি, পর্যবেক্ষণ কেরালা হাইকোর্টের (Kerala High Court)। কেরালার কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে আনা কেরালা পুলিশের অভিযোগকে কার্যত নস্যাৎ করে দিল কেরালা হাইকোর্ট।

গত বছর কেরালায় সরকারি বিভিন্ন প্রকল্পের কাজে বেরোনোর সময় মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের পথে কালো পতাকা দেখায় কংগ্রেস (Congress) কর্মীরা। এই ঘটনায় কেরালা সরকারের নির্দেশে কেরালা পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে পদক্ষেপ গ্রহণ করে কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে। পাল্টা আদালতের দ্বারস্থ হয় কংগ্রেস।

এই মামলায় কেরালা হাইকোর্টের (Kerala High Court) পর্যবেক্ষণ, কালো পতাকা দেখানো হয় প্রতিবাদের ক্ষেত্রে। এই পদ্ধতি বেআইনি নয়। গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিবাদের ক্ষেত্রে কালো পতাকা দেখানো কোনভাবেই মুখ্যমন্ত্রীর সম্মানহানি করে না। এমনকি এই ঘটনার সময় কোন নিরাপত্তায় বিঘ্ন ঘটেনি। প্রতিবাদীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি স্বাভাবিক ঘটনা বলে উল্লেখ করে আদালত। কার্যত হাইকোর্টের এই রায় কেরালার বাম সরকারের স্বৈরাচারী মনোভাবের উপর কড়া জবাব।