শৈশব রক্ষার আইন: তৃণমূল জমানায় প্রথম প্রাইভেট মেম্বার বিল পেশ বিধায়ক শংকরের

0
1

তৃণমূল কংগ্রেসের জমানায় রাজ্য বিধানসভায় প্রথমবার জমা পড়ল প্রাইভেট মেম্বার বিল (Private Member Bill)। বিজেপি বিধায়ক তথা বিরোধী দলের মুখ্য সচেতক শঙ্কর ঘোষ (Shankar Ghosh) শৈশব রক্ষা নিয়ে এই প্রাইভেট বিল জমা করেছেন৷ তাঁর বিষয় নির্বাচনের প্রশংসা করেন বিধানসভার স্পিকার (Speaker) বিমান বন্দ্যোপাধ্যায়। তবে এই বিলের উপর আলোচনা কবে হওয়া সম্ভব তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত স্পিকার জানাতে পারেননি।

বিজেপি বিধায়ক শংকর ঘোষ শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, শৈশবের পরিবেশ রক্ষা, ড্রপ আউট (dropout), ইউনিফর্মিটি অফ স্কুল আওয়ার (uniformity of school hour), এমনকি শিশুদের প্রত্যেকদিন যে বইয়ের ভার বহন করতে হয় সেই ভার লাঘব করা নিয়েও এই বিলে উল্লেখ করেছেন বলে জানা যাচ্ছে। এই প্রাইভেট বিলের নাম দেওয়া হয়েছে ‘দ্য ওয়েস্ট বেঙ্গল প্রোটেকশন অফ চাইল্ডহুড বিল, ২০২৪’ (The West Bengal Protection of Childhood Bill, 2024)। একটা নির্দিষ্ট পদ্ধতির মধ্যে দিয়ে গিয়ে এই বিল বিধানসভায় উঠতে পারে। সেই প্রক্রিয়ার মধ্যেই রয়েছে এই বিলটি।

শুক্রবার বিজনেস অ্যাডভাইজারি (BA) কমিটির বৈঠক শেষে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee) জানান, রাজ্য বিধানসভায় তাঁর জমানায় প্রথম প্রাইভেট বিল জমা পড়েছে। তিনি বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছেন। বিলটির প্রসঙ্গে তিনি বলেন, “শিশুদের নিয়ে শঙ্করবাবুর এই উদ্যোগ ভালো। তবে এখনও পর্যন্ত আজকের বিএ (BA) কমিটিতে যে কর্মসূচি নেওয়া হয়েছে, তার মধ্যে এই বিল নিয়ে আলোচনা কবে হবে বলা সম্ভব নয়। নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে দিয়ে গিয়েই এই বিল বিধানসভায় আলোচনা হতে পারে।”