বনগাঁয় হাইস্কুলের সামনে বিস্ফোরণ, আহত ক্লাস ফাইভের দুই ছাত্র

0
1

বনগাঁ থানা এলাকার খড়ুয়া রাজাপুর হাইস্কুলের বাইরে বিস্ফোরণে আহত ক্লাস ফাইভের দুই ছাত্র। স্থানীয়রা জানিয়েছেন, বনগাঁর খরুয়া রাজাপুর হাই স্কুলের পঞ্চম শ্রেণির দুই পড়ুয়া টিফিনের সময় রাস্তায় বার হয়। স্কুলের পাশের রাস্তায় কাজের জন্য পাথর ফেলা হয়েছিল। সেই পাথরের মধ্যে থেকে উঁকি মারছিল একটি তার। কৌতূহলবশত তারটি হাতে তুলে নেয় দুই ছাত্র। ঘুরিয়ে-ফিরিয়ে দেখার পর তারটি নামিয়ে রাখতে গেলেই বিকট শব্দে বিস্ফোরণ হয়।

আহত পড়ুয়ার দাবি, হাতে তুলে আবার রেখেও দেয় সে। তারপরই প্রচণ্ড শব্দে ফেটে যায়।  বিস্ফোরণের ফলে রাস্তার পাথর এবং ধাতব বস্তু লেগে আহত হয় দুই পড়ুয়া। যার মধ্যে শিবা রায় নামে পঞ্চম শ্রেণির পড়ুয়ার দুই হাতে আঘাত লাগে। ডান হাতে তিনটি আঙুল বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে । এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। কী থেকে বিস্ফোরণ তা খতিয়ে দেখছে পুলিশ।

স্কুলের প্রধান শিক্ষক শংকর সরকার বলেন, দুপুর বেলায় একটি বিকট শব্দ পাই। স্কুলের সামনে রাস্তা তৈরি কাজ চলছে। তার জন্য পাথর ফেলা হয়েছে। সেই পাথরের মধ্যেই কিছুটা একটা ছিল। তার থেকে বিস্ফোরণ হয়েছে। দুজন ছাত্র আহত হয়েছে। আমরা পুলিশে অভিযোগ জানিয়েছি। তদন্ত শুরু হয়েছে।

আহত পড়ুয়া সায়নের এক আত্মীয় বলেন, রাস্তা সাড়াইয়ের জন্য এলাকায় পাথর ফেলা হয়েছে। সেখানেই দুপুরের বিস্ফোরণ হয়। শব্দ শুনে ছুটে আসি। পাথরগুলো আজকেই ফেলা হয়েছে। আমার মতে সব পাথর ভালো করে তদন্ত করে দেখা হোক।

বনগাঁ খড়ুয়া রাজাপুর হাই স্কুলের পাশের রাস্তায় বিষ্ফোণের ঘটনা নিয়ে বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপার দীনেশ কুমার বলেন, ওখানে পাথরের মধ্যে ইলেকট্রনিক্স ক্যাপাসিটর ছিল। এটি থেকে ছোট একটি বিস্ফোরণ হয়। এই ধরণের ক্যাপাসিটর সাধারণত ফ্যানে অথবা টেলিফোন লাইনে ব্যবহার করা হয়।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.